advertisement
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মোমবাতি মিছিল করেছেন৷ হায়দরাবাদে ছাত্রছাত্রীরা ধর্নায় বসেছেন৷ কলকাতায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট-এর ছাত্র-ছাত্রীরাও বিক্ষোভ দেখাচ্ছেন৷
জেএনইউ-য়ে হামলায় আক্রান্ত ছাত্রনেত্রী ঐশী ঘোষের মা জেএনইউ উপাচার্যের পদ্যাগ দাবি করেছেন৷ একই সঙ্গে মেয়েকে আন্দোলন থেকে সরে না আসার আর্জিও জানিয়েছেন৷ এইমস-এ ভর্তি আক্রান্ত পড়ুয়াদের দেখতে পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ প্রিয়াঙ্কা গান্ধির ট্যুইট, 'এইমস-এ ভর্তি ছাত্র-ছাত্রীরা আমায় জানিয়েছেন, দুষ্কৃতীদের হাতে লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র ছিল৷ একজন ছাত্র জানাল, পুলিশ তাঁকে মাথায় লাথি মেরেছে একাধিক বার৷'
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই জেএনইউ-এর প্রাক্তন ছাত্র৷ তিনি ট্যুইটারে লিখেছেন, 'জেএনইউ-এর আক্রান্ত ছাত্র-ছাত্রীদের জন্য আমি শোকাহত৷ দয়া করে শিক্ষার ওই পবিত্র মন্দিরকে রক্ষা করুন৷'
কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দু জনেই জেএনইউ-এর প্রাক্তনী৷ তাঁরা ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘটনার রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে৷
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মুখ কাপড় দিয়ে ঢাকা কিছু লোক জেএনইউ ক্যাম্পাসে ঢুকে লোহার রড, হকি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ ভাঙচুর করছে৷
টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ট্যুইট, 'হীরক রাজার সেনারা একের পর এক পাঠশালা আক্রমণ করে যাবে, মগজ ধোলাই মেশিন চলছে, চলবে...উদয়ন মাস্টার, কোথায় আপনি? আর লুকিয়ে থাকবেন না! আপনাকে, গুপি, আর বাঘাকে খুব দরকার!'
গত কয়েক সপ্তাহ ধরেই জেএনইউ-এর একটি বড় অংশের পড়ুয়া নাগরিকত্ব আইন, এনআরসি-র বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছেন৷
JNU-তে শান্তি বজায়ের বার্তা দিল JNU কর্তৃপক্ষ৷ রবিবারের ঘটনার নিন্দা করে JNU কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকার বার্তা দিল৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি সরাসরি বিজেপি-কে দুষে ট্যুইট করেছেন, 'ভয় পেয়েই শাসকদল হামলা চালিয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা করছি৷'