ঘটনা মধ্যপ্রদেশের। জানা গিয়েছে, ভোপালের বাসিন্দা এক যুবক বিনা নিমন্ত্রণে সম্প্রতি এক বিয়েবাড়িতে চলে যান। সেখানে তিনি খাওয়া দাওয়াও করেন। কিন্তু শেষে বিয়েবাড়ির কয়েকজনের সন্দেহ হয়। শেষে ওই যুবককে চেপে ধরতেই তিনি জানান, বিনা নিমন্ত্রণেই তিন ওই বিয়ে বাড়িতে এসেছেন। এর পরেই যা ঘটে তা কল্পনার বাইরে। জানা গিয়েছে, ওই যুবককে দিয়ে বিয়েবাড়ির বাসন ধোয়ানো হয়। একটি, দুটি নয় প্রচুর এঁটো বাসন ধোয়ানো হয় ওই বিয়ে বাড়িতে।
advertisement
এমনকী ওই যুবক যখন বাসন ধুচ্ছিলেন, তখন ভিডিও করছিলেন আশেপাশের অনেকে। মাথা নিচু করে একের পর এক বাসন ধুচ্ছিলেন ওই যুবক। ভিডিও যাঁরা করছিলেন, তাঁদের মধ্যে একজন ওই যুবকের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। জানা গিয়েছে, ওই যুবক এমবিএ এর ছাত্র। বিনা নিমন্ত্রণে প্রবেশের কথা তিনি স্বীকারও করে নেন।
তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়। অনেকেই প্রশ্ন করছেন, বিনা নিমন্ত্রণে খেয়ে ফেলার শাস্তি এমন কিছু হতে পারে। এটা খুবই নৃশংস আচরণ।
আরও পড়ুন, বাঙালির মাছ খাওয়া নিয়ে 'খোঁচা', বেজায় বিপাকে বিজেপির পরেশ রাওয়াল
আবার অনেকে বলেছেন, ওই যুবক একাই গেছিলেন খেতে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ অতিথিদের সকলে আসেনও না। তাই খুব যে বিরাট সমস্যা হতো ওই বিয়েবাড়িতে, সেটাও নয়। কিন্তু তার জন্য এমন শাস্তি দেওয়া হবে। এটা খুবই খারাপ।
আরও পড়ুন, শুরু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো চলাচল, জানুন কোন স্টেশনে কত টাকা ভাড়া
তবে ওই যুবকের নাম কিংবা পরিচয় সামনে জানা হয়নি। ঘটনার নিন্দায় সরব হয়েছেন সকলে। তবে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
