TRENDING:

Teacher Student Incident: শিক্ষিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ছাত্র!...তারপর পেট্রোল নিয়ে গিয়ে পুড়িয়ে দিল...ভয়ঙ্কর

Last Updated:

গত ২ বছর ধরেই তাঁরা পরস্পরকে চেনেন৷ ওই শিক্ষিকার প্রতি এক তরফা ভাবে প্রেমে পড়ে যায় ওই ছাত্র৷ তবে কিছুদিন আগেই তাঁকে কোনও একটা কাজের জন্য স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল৷ বর্তমানে সে অন্য স্কুলে পড়াশোনা করছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: ১৮ বছরের ছাত্র, ২৬ বছরের টিচার৷ সেই টিচারের প্রতি ছিল তাঁর ভয়ানক প্রেম৷ তার জেরে যে ভয়ঙ্কর ঘটনা সে ঘটিয়ে ফেলল শুনে শিউরে উঠতে হয়৷ অভিযুক্ত সূর্যাংশ কোচর, মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার কোতওয়ালি থানার অন্তর্গত উৎকর্ষ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিল সে৷ শিক্ষকের উপর ব্যক্তিগত আক্রোশ থেকেই সে বদলা নিয়েছে বলে মনে করছে পুলিশ৷
News18
News18
advertisement

পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই শিক্ষিকার বাড়িতে যায় ওই ছাত্র৷ তার সঙ্গে যে এক বোতল পেট্রোল ছিল, তা কেউ-ই খেয়াল করেনি৷ হঠাৎ করেই সেই গোটা পেট্রোল টিচারের গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই ছেলে৷ তারপর দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে৷

আরও পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রীকে হঠাৎ চড় মারলেন কেন?…রাজেশ ভাইয়ের মায়ের কথায় মিলল ইঙ্গিত, আত্মীয়কে ছাড়াতে এসেছিলেন, কিন্তু…

advertisement

ঘটনায় আক্রান্ত শিক্ষিকাকে অবশ্য দ্রুত নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যান তাঁর বাড়ির লোকেরা৷ আপাতত, সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ শিক্ষিকার শরীরের ১০-১৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷

ওই শিক্ষিকা পার্ট টাইম চিচার হিসাবে অভিযুক্ত সূর্যাংশের স্কুলে পড়াতেন৷ গত ২ বছর ধরেই তাঁরা পরস্পরকে চেনেন৷ ওই শিক্ষিকার প্রতি এক তরফা ভাবে প্রেমে পড়ে যায় ওই ছাত্র৷ তবে কিছুদিন আগেই তাঁকে কোনও একটা কাজের জন্য স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল৷ বর্তমানে সে অন্য স্কুলে পড়াশোনা করছিল৷

advertisement

আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কী প্ল্যান করছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জেলাওয়াড়ি বৈঠক

স্বাধীনতা দিবসের দিন সূর্যাংশের করা কোনও মন্তব্যের প্রেক্ষিতে ওই শিক্ষিকা কড়া ব্যবস্থা নিয়েছিলেন৷ সেই কারণেও এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Teacher Student Incident: শিক্ষিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ছাত্র!...তারপর পেট্রোল নিয়ে গিয়ে পুড়িয়ে দিল...ভয়ঙ্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল