জানা গিয়েছে, ভিডিও ফুটেজটি ওড়িশার ভদ্রক জেলা হাসপাতালের। হাসপাতালেই এক মহিলা শিশুটির জন্ম দেয়। কিন্তু জন্মের পরে মারা যায় সে। এরপর দেহ যেখানে রাখা থাকে কোনওভাবে কুকুরটি সেখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু কোনওরকম কোনও নিরাপত্তা বা নজরদারি না থাকায় সুযোগে, কুকুরটি মুখে করে কুকুরটি টানতে টানতে সদ্যোজাতের দেহটি বাইরে নিয়ে চলে আসে। বাইরে তখন হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় এবং বহু মানুষের ভিড় ছিল। স্বাভাবিকভাবেই সেই দৃশ্য দেখতে পেয়ে ছুটে আসেন সকলে। এরপরে কুকুরটি সদ্যোজাতে ক্ষতবিক্ষত দেহ রাস্তাতেই ফেলে পালিয়ে যায়।
advertisement
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "হাসপাতালে চেক-আপের জন্য এসেছিলাম। তখনই দেখি একটি কুকুর মুখে করে একটি সদ্যোজাতের দেহ টেনে নিয়ে হাসপাতালের বাইরে বেরোচ্ছে। দৃশ্য দেখা মাত্রই উপস্থিত সকলেই হই হই করে ওঠে। এরপর কুকুরটি ছুটতে শুরু করলে সকলে তার পিছনে ধাওয়া করে। এরপর কুকুরটি দেহ রাস্তার ওপরে ফেলেই পালিয়ে যায়।"
ওপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "প্রথমে শিশুটি জীবিত না মৃত বুঝতে পারিনি কেউ। পরে কুকুরটি ফেলে পালিয়ে গেলে কাছে যেতে দেখা যায় শিশুটি মারা গিয়েছে।" হাসপাতালের অনেকেরই দাবি, শিশুটি মারা যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খোলা জায়গায় দেহ ফেলে দিয়েছিল। সেখান থেকেই কুকুরটি মুখে করে টেনে হাসপাতালের বাইরে দেহ নিয়ে চলে আসে। ঘটনাকে কেন্দ্রও করে হাসপাতালের নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
এ দিকে, ঘটনার সময় ক্যামেরাবন্দি হওয়া দৃশ্য নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হাড়হিম করা ভিডিওটি দেখে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।