কিন্তু এবার মহারাষ্ট্রের নাশিকে যে ঘটনা ঘটল, তাতে চমকে উঠেছেন অনেকেই৷ কারণ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লোকালয়ে ঢুকে পড়া একটি চিতাবাঘকে মেরে টানতে টানতে প্রায় তিনশো মিটার নিয়ে যাচ্ছে একটি পথ কুকুর৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাশিকের নিপাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুর দিকেই ওই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়ে৷
advertisement
চিতাবাঘটিকে কোনও সুযোগ না দিয়েই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে৷ কুকুরটির এই আচমকা আক্রমণে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায় চিতাবাঘটি৷ এর পর ওই চিতাবাঘটিকে প্রায় ৩০০ মিটার টানতে টানতে নিয়ে যায় ওই কুকুরটি৷ কোনওমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিতাবাঘটি এলাকার একটি ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে৷ চিতাবাঘটির সঙ্গে কুকুরটির জোর লড়াইও হয়৷ তাতেও কুকুরটির বড় কোনও ক্ষতি হয়নি৷ তবে চিতাবাঘটি জখম হয়৷
খবর পেয়ে এলাকায় আসেন বনকর্মীরা৷ যদিও চিতাবাঘটির চিকিৎসার প্রয়োজন কি না, তা তাঁরা জানাতে পারেননি৷ তবে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তাঁরা৷