রবিবার আকাশ কিছুটা পরিষ্কার। কিন্তু, হ্যাভলকে সমুদ্র উত্তাল। ঘূর্ণিঝড় ফেতাইয়ের জেরে টানা বৃষ্টি আন্দামান-নিকোবরে। যার জেরে শুক্রবার থেকে হ্যাভলকে আটকে এ রাজ্যের প্রায় ১২০০ পর্যটক। নীল আইল্যান্ডেও আটকে অনেকে। রবিবারও পোর্টব্লেয়ার থেকে বিভিন্ন ফ্লাইট বাতিল হয়। এতে চরম দুর্দশায় পড়েছেন পর্যটকরা। কলকাতা বা চেন্নাই থেকে খাদ্যসামগ্রী দ্বীপে পৌঁছচ্ছে না। আবার পর্যটকরা ফিরতে না পারায় চাহিদা বেড়েই চলেছে। ফলে জিনিসপত্রের দাম এখন আকাশছোঁয়া। পর্যটকদের মাথায় হাত।
advertisement
নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর জওয়নার উদ্ধার কাজ চালাচ্ছেন। ইতিমধ্যেই সাতশোর উপর পর্যটককে উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর তরফে হ্যাভলকে গিয়েছে তিনটি জাহাজ। নীল আইল্যান্ডে নৌসেনার দুটি জাহাজও উদ্ধার কাজে নেমেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2018 6:47 PM IST