জানা গিয়েছে, বৃষ্টি থেকে বাঁচতে CAA আন্দোলনকারীদের তাঁবু খাটাতে চেয়েছিল ৷ পুলিশ অনুমতি না-দেওয়াতেই বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালায় ৷ CAA বিরোধী আন্দোলনকারীরা এলাকায় ভাঙচুরও চালায় ৷ তাদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের ৷ জখমের সংখ্যা নির্দিষ্টভাবে বলা না গেলেও অনেকেই আহত হয়েছেন বলে খবর ৷ শনিবাপ থেকেই মহম্মদ আলি রোডডে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধর্ণায় বসেছেন মহিলারা ৷ এদিন সেখান থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর ৷ ভাঙচুরের মুখে পড়ে কোটওয়ালি এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন আরও সশস্ত্র নিরাপত্তারক্ষী ৷ অন্যদিকে, একই ইস্যুতে মৌজপুরেও চলছে আন্দোলন ৷ সেখানেও ছড়ায় উত্তেজনা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2020 8:37 PM IST