TRENDING:

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ২২,০০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি

Last Updated:

মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ও এই রাজ্যে জ্বালানির উপর সবচেয়ে বেশি VAT নেওয়াও হয়ে থাকে । মহারাষ্ট্রে পেট্রোলে VAT-এর হার প্রতি লিটার ৩৯.১২ শতাংশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কমছে টাকার দাম । প্রতিনিয়ত রেকর্ড ভেঙে আন্তর্জাতিক বাজারে মহার্ঘ হচ্ছে অপরিশোধিত তেল । অতিরিক্ত ডলার গুনতে গিয়ে কেন্দ্রের বিদেশী মুদ্রার ভাড়ার তলানিতে । কিন্তু এরই মধ্যে প্রায় ২২,৭০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি, একটি রিপোর্টে এমনই জানা গিয়েছে ।
advertisement

আজও রেকর্ড পতন হয়ে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৭২.৮৮ টাকা । মঙ্গলবারেও বেড়েছে ডলার প্রতি অপরিশোধিত তেলের দাম । সেনসেক্সও পড়েছে প্রায় ১.৩৯ শতাংশ হারে । এই সবকিছুর মধ্যেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে বেশ খানিকটা অর্থনৈতিক লভ্যাংশের মুখ দেখবে রাজ্যগুলি, SBIএর একটি গবেষণায় এমনই তথ্য তুলে ধরা হয়েছে । চলতি অর্থবছরে নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় ২২,৭০০ কোটি টাকা অতিরিক্ত লাভ করতে পারে রাজ্যগুলি ।

advertisement

আরও পড়ুন:  সামান্য স্বস্তি, ৬দিন পর আজ অপরিবর্তিত থাকল জ্বালানির দাম

অপরিশোধিত তেলের দাম ১ ডলার করে বাড়লে ১৯টি রাজ্যের জন্য লাভের অঙ্কটা গড়ে প্রায় ১,৫১৩ টাকা । এক্ষেত্রে কর রাজস্ব থেকে সর্বাধিক লাভ করতে পারে মহারাষ্ট্র(প্রায় ৩,৩৮৯টাকা) ও গুজরাত (২,৮৪২ টাকা ) । মার্চ মাস থেকেই নয়াদিল্লিতে পেট্রোলের দাম বৃদ্ধির হার ৫টাকা ৬০ পয়সা ও ডিজেলের দাম ৬টাকা ৩১ পয়সা হারে বেড়েছে । মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ও এই রাজ্যে জ্বালানির উপর সবচেয়ে বেশি VAT নেওয়াও হয়ে থাকে । মহারাষ্ট্রে পেট্রোলে VAT-এর হার প্রতি লিটার ৩৯.১২ শতাংশ।

advertisement

আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য সুখবর, ATM থেকে টাকা তোলায় নয়া নীতি

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

এই অপ্রত্যাশিত লাভের কারণে রাজ্যের রাজস্ব ঘাটতি ১৫-২০ শতাংশে কমতে পারে, যদি অন্য সবকিছু অপরিবর্তিত থাকে,এমনই জানানো হয়েছে ওই রিপোর্টে ।

বাংলা খবর/ খবর/দেশ/
জ্বালানির মূল্যবৃদ্ধিতে ২২,০০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি