TRENDING:

Duare Ration || দুয়ারে রেশন নিয়ে অনড় রাজ্য, জেদ বজায় রেশন ডিলার অ্যাসোসিয়শনের 

Last Updated:

Duare Ration || দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যেকোনও মূল্যে রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চলবেই। কারও আপত্তির কাছে মাথা নোয়াবে না সরকার। গতকালই বিধানসভায় দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন ডিলারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ছিল, ‘আমি একা খাব, আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না।’
advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে রেশন প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই চালু হয়েছে সেই প্রকল্প। ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে রেশন। এই প্রকল্পের সুবাদে রেশন ডিলারদের সামগ্রী নিয়ে একটি পাড়া বা অঞ্চলের নির্দিষ্ট এলাকায় পৌঁছে যেতে হত। সেখান থেকেই বিলি করা হত রেশন৷মমতার এই বক্তব্য প্রসঙ্গেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন , ‘‘শুনেছি বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, দুয়ারে রেশনের বিষয়ে তিনি যত দূর যেতে হয় তত দূর যাবেন। আমি রেশন ডিলারদের সংগঠনের তরফে ওনাকে সম্মান জানিয়েই বলছি, আমরা যা করেছি তাতে আখেরে রাজ্যের ভালই হবে। মুখ্যমন্ত্রীকে সেই ‘ভাল’র কথা কেউ জানাননি। তাই হয়তো তিনি বিষয়টি বুঝতে পারছেন না। তা না হলে তিনি অত্যন্ত বাস্তববাদী এবং জনদরদীও।’’

advertisement

আরও পড়ুন- কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপের দেহাংশ ! গ্রেফতার বন্যপ্রাণী পাচার চক্রের ৩ চাঁই

আরও পড়ুন- ডেলিভারির পর থেকেই যোনি থেকে প্রবল রক্তপাতে জেরবার; সদ্য প্রসূতিকে নতুন জীবন দিল কলকাতার হাসপাতাল

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এ ব্যাপারে হাইকোর্টের রায়ের প্রসঙ্গ টেনে বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘‘আমরা এ ব্যাপারে হাই কোর্টে মামলা করে ডিভিশন বেঞ্চে জিতেছি এবং রাজ্য যে এ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে তার রায়ের অপেক্ষাও করছি। কিন্তু এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, দুয়ারে রেশন বেআইনি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। সেই জন্যই হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছে।’’ গত ২৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট রাজ্যের দুয়ারে রেশন প্রকল্পকে ‘বেআইনি’ এবং ‘অবৈধ’ বলে মন্তব্য করেছিলে। হাইকোর্ট জানিয়েছিল, ‘‘আইনের চোখে এই প্রকল্পের কোনও ‘গ্রহণযোগ্যতা নেই’। রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প অবৈধ।’’ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। রাজ্যের বক্তব্য সব রেশন ডিলাররা এই প্রকল্পে রাজি নন তা নয়৷ কেউ কেউ এই কাজ করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Duare Ration || দুয়ারে রেশন নিয়ে অনড় রাজ্য, জেদ বজায় রেশন ডিলার অ্যাসোসিয়শনের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল