এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাজ্যের শিক্ষা সচিবকে৷ সূত্রের খবর, তাঁকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জিজ্ঞাসা করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে৷ আর এই উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে মণীশের স্বাক্ষর পেয়েছিলেন বলে সূত্রের খবর৷
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত শুরু হওয়া ইস্ত গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ বহু মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ গ্রেফতার হয়েছেন একাধিক শিক্ষাকর্তা থেকে তৃণমূল নেতা৷ গোয়েন্দাদের জালে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ থেকে শুরু করে অয়ন শীল৷
এর আগেও ২০২২ সালের ১৪ জুলাইও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল মণীশ জৈনকে৷