জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, পাঠানকোট, ধরমশালা, দেরাদুন, চণ্ডীগড় বিমানবন্দরের দিকে আসা বিমানগুলিকে ফেরত পাঠানো হচ্ছে। এই ৮টি বিমানবন্দর ভারত-পাকিস্তান সীমানার কাছে অবস্থিত।
বুধবার সকালে ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান। পাকিস্তানের ওই যুদ্ধবিমান ভারতে ঢুকতেই গুলি চালাতে শুরু করে সেনা৷ ভারতের বাধায় পালানোর চেষ্টা করে বিমানটি৷ পালানোর সময় রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ শুরু করে ওই বিমান৷ ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি৷
advertisement
বুধবার ভোর থেকে সেনা-জঙ্গি গুলির শুরু হয় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়৷ এদিন ভোর ৪টে ২০ নাগাদ নিরাপত্তা বাহিনী কর্ডন লঞ্চ তল্লাশি অভিযান শুরু সোপিয়ান জেলার মিমেন্দার এলাকায়৷ হঠাৎই নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷ ঘটনায় ৩ জঙ্গির বন্দি হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও মুত্যুর খবর পাওয়া যায়নি৷