TRENDING:

Spice jet plane makes landing at Karachi: মাঝ আকাশে বিপত্তি, করাচি বিমানবন্দরে নামতে বাধ্য হল স্পাইসজেটের বিমান

Last Updated:

গত ১৯ জুন থেকে স্পাইসজেটের তিনটি বিমান এই নিয়ে মাঝ আকাশে বিপত্তির মুখে পড়ল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ইন্ডিকেটর লাইটে গোলযোগের জের৷ করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেেটর বিমান৷ যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমানটিকে করাচিতে অবতরণ করানো হয়েছে বলে স্পাইসজেটের তরফে দাবি করা হয়েছে৷
প্রতীকী ছবি৷ Photo-Reuters
প্রতীকী ছবি৷ Photo-Reuters
advertisement

বিমানটি করাচিতে স্বাভাবিক অবতরণই করেছে বলে খবর৷ জরুরি অবতরণেরও প্রয়োজন হয়নি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, করাচিতে অবতরণের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে৷ তাঁদের খাবার এবং পানীয়ও দেওয়া হয়েছে৷ যাত্রীদের দুবাই নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে অন্য একটি বিমান পাঠানো হচ্ছে৷

আরও পড়ুন: ১.৫ কোটি টাকার সোনা উদ্ধার কলকাতায়!

advertisement

বিমানসংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, দিল্লি থেকে উড়ানের আগে বিমানটিতে কোনও সমস্যা ছিল না৷ স্পাইস জেটের বোয়িং ৭৯৭ ম্যাক্স এইট বিমানে এই সমস্যা দেখা দেয়৷

আরও পড়ুন: জুলাই মাসেও ঘোষণা হল না প্রবীণদের জন্য রেলে ছাড়

অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-এর তরফে অবশ্য জানানো হয়, বিমানে জ্বালানির পরিমাণ দ্রুত কমে আসার ইঙ্গিত পেয়েই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের দুই পাইলট৷ তবে ডিজিসিএ-র তরফেও জানানো হয়, জরুরি অবতরণ করার প্রয়োজন হয়নি বিমানটির৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৯ জুন থেকে স্পাইসজেটের তিনটি বিমান এই নিয়ে মাঝ আকাশে বিপত্তির মুখে পড়ল৷ দু' দিন আগেই দিল্লি থেকে জবলপুরগামী একটি স্পাইসজেট বিমানের কেবিনের ভিতরে ধোঁয়া দেখা যায়৷ দ্রুত বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়৷ গত ১৯ জুন পটনা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমান আকাশে ওড়া মাত্র একটি পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়৷ দ্রুত পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি৷ গত মাসেই স্পাইসজেটের সব বিমানের সেফটি অডিট করে ডিজিসিএ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Spice jet plane makes landing at Karachi: মাঝ আকাশে বিপত্তি, করাচি বিমানবন্দরে নামতে বাধ্য হল স্পাইসজেটের বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল