ফের কলকাতা থেকে বিপুল পরিমান সোনা উদ্ধার করল কাস্টমস আধিকারিকরা । তিনটি ভিন্ন মামলায় গত চব্বিশ ঘণ্টায় প্রায় দেড় কোটি টাকা মূল্যর সোনা উদ্ধার করল। কাস্টমস সূত্রে খবর, কলকাতায় বড়বাজার থেকে অষ্টআশি লক্ষ টাকার সোনার বার উদ্ধার করল কাস্টমস অধিকারিকরা। বড়বাজার রাজাকাতরা এলাকা থেকে। ১৪টি সোনার বার সহএক ব্যক্তি কাস্টমসের জালে। বিপুল পরিমান সোনা কোথায় যাচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। (Reporter-Arpita Hazra)
অন্যদিকে, কলকাতা বিমানবন্দর থেকে দুটি ভিন্ন মামলায় পঞ্চাশ লক্ষ টাকার সোনা উদ্ধার করল কাস্টমসের আধিকারিকরা । দুবাই থেকে আসা ওই ব্যক্তির থেকে দশ লক্ষ আটাত্তর হাজার একশো আঠাশ টাকার মূল্যর সোনা উদ্ধার করা হয়। অপরদিকে, কলকাতা বিমানবন্দরে প্রায় চল্লিশ লক্ষ বত্রিশ হাজার টাকার সোনা উদ্ধার এক বাংলাদেশির থেকে। কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের বাসিন্দাকে কাস্টমস আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমান সোনা উদ্ধার করল। বাংলাদেশ থেকে আসছিলেন ওই ব্যক্তি। ওই সোনা কোথায় পাচারের উদ্দেশ্য ছিল খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতাকে তাহলে সোনা পাচারকারীরা ট্রান্সজিট রুট হিসাবে ব্যবহার করছে, দাবি ওয়াকিবহল মহলের। কলকাতায় বেশিরভাগ সোনা আসছে বাংলাদেশ থেকে। সেই সোনা কলকাতায় বড়বাজার বা বিভিন্ন জায়গা হয়ে বাইরে যাচ্ছে। সোনা পাচার মাকড়সার জালের মতো বিস্তার লাভ করেছে। শহর জুড়ে বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি চালাচ্ছে কাস্টমস আধিকারিকরা। সোনা পাচারের রুটের মূলে পৌঁছাতে চাইছে কাস্টমস অধিকারিকরা।