TRENDING:

Spicejet: বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড

Last Updated:

Spicejet grounds 2 pilots for having gujiya: বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেয়নি বিমানসংস্থা স্পাইসজেট ৷ দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে হোলির দিন ঘটনাটি ঘটে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: হোলির দিন ফ্লাইটে ‘গুজিয়া’ খেয়ে বিপাকে দুই পাইলট ৷ তাঁদের দু’জনকেই আপাতত ‘গ্রাউন্ডেড’ করেছে স্পাইসজেট ৷ বিমানসংস্থা সূত্রে খবর, ওই দুই পাইলট গত ৮ মার্চ ককপিটে বসে গুজিয়া এবং চা-কফি খেয়েছিলেন ৷ এবং সেগুলি ককপিটে এমনভাবে রাখা হয়েছিল, যেখানে খাবার বা পানীয় রাখার কথা একেবারেই নয় পাইলট বা অন্য বিমানকর্মীদের ৷ বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেয়নি বিমানসংস্থা স্পাইসজেট ৷ দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে হোলির দিন ঘটনাটি ঘটে ৷
বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড (Photo: Twitter)
বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড (Photo: Twitter)
advertisement

advertisement

এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই দুই অভিযুক্ত পাইলটকেই আপাতত ডেইলি ফ্লাইট রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এবং গোটা বিষয়টির একটি বিভাগীয় তদন্ত হওয়ার পরেই পাইলটদের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিমানসংস্থা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাইলটদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পানীয় এবং গুজিয়া খেয়ে ফুয়েল কাটঅফ লিভারের উপরে সেগুলি রেখেছিলেন ৷ যেখানে কোনও তরল জিনিস রাখা খুবই বিপজ্জনক ৷ এই ধরনের অপেশাদার আচরণ একেবারেই কোনও পাইলটের থেকে কাম্য নয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Spicejet: বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল