ভারতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে SPG। তেমনই মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্ব US সিক্রেট সার্ভিসের হাতে। কীভাবে কাজ করে এই বিশেষ বাহিনী? ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে নজরে মার্কিন সিক্রেট সার্ভিস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর। তাঁর নিরাপত্তায় ত্রিস্তরীয় সুরক্ষার বন্দোবস্ত করেছে ভারত সরকার। তবে প্রেসিডেন্টের লাস্ট লাইন অফ ডিফেন্স হিসেবে থাকছে সিক্রেট সার্ভিসই।
advertisement
ভারতে নিজের গাড়ি BEAST নিয়ে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ৷ ট্রাম্পের গাড়ি Beast এ কী কী ব্যবস্থা থাকছে দেখে নিন
1. প্রেসিডেন্ট ছাড়াও পিছনের আসনে আরও চারজনের বসার ব্যবস্থা। চালক ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কাচের পার্টিশন। যার সুইচ প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট চাইলে তবেই কাচের পার্টিশন নামবে। গাড়িতে একটি প্যানিক বাটন ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।
2. গাড়িতে অগ্নিনির্বাপণ ও কাঁদানে গ্যাস ছোড়ার যন্ত্র।
3. গাড়িতে স্যাটেলাইট ফোন। স্যাটেলাইন ফোনের মাধ্যমে সরাসরি পেন্টাগনের সঙ্গে যোগাযোগ।
4. বিশেষ ইস্পাত দিয়ে তৈরি জ্বালানি ট্যাঙ্ক। ট্যাঙ্কের ভিতরে বিস্ফোরণ প্রতিরোধক ফোম।
5. ৫ ইঞ্চি পুরু ইস্পাত, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি গাড়ির মূল কাঠামো।
6. গাড়ির মধ্যে শটগান। কাঁদানে গ্যাসের কামান। প্রেসিডেন্টের গ্রুপের রক্ত মজুত।
8. স্টিল রিমের টায়ার কখনও ফাটবে না। টায়ারের ক্ষতি হলেও গাড়ি চলবে।
9. চালকের কম্পার্টমেন্টে জিপিএস ট্র্যাকিং সিস্টেম।
10. বিশেষ বুলেট প্রুফ কাচ দিয়ে তৈরি জানলা। একমাত্র চালকের পাশের জানলাই নামানো যায়। তাও মাত্র তিন ইঞ্চি।
11. মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চালক। প্রয়োজনে গাড়ি ঘোরাতে পারেন ১৮০ ডিগ্রি।
12. বিশেষ ইস্পাতের দরজা। ৮ ইঞ্চি পুরু। বোয়িং ৭৫৭ জেটের কেবিনের দরজার মত ওজন। রাসায়নিক আক্রমণেও ক্ষতি হবে না।