হায়দরাবাদের ওই স্টার্টআপের তৈরি ড্রোনের নাম মারুত ৷ ড্রোনের ইনফ্রারেড ক্যামেরার লেন্স ভিড়ের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি তাকে আইসোলেট করতে সাহায্য করবে ৷ ভিড়ে উপস্থিত সমস্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা মাপবে এই ড্রোন ৷ যার শরীরের জ্বর থাকবে তাকে চিহ্নিত করবে ৷ দাবি করা হয়েছে, লকডাউনের পর যে ছাড় বর্তমানে দেওয়া হয়েছে তাতে সংক্রমণ যাতে বেশি ছড়িয়ে না পড়ে তাতে সাহায্য করবে এই ড্রোন ৷ লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার পর করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে এই ড্রোন ৷
advertisement
থার্মাল স্ক্রিনিংয়ের জন্য এয়ারবোর্ন ইনফ্রারেড ক্যামেরা একাধিক পরীক্ষা করা হয়েছে ৷ প্রত্যেক বার এর রেজাল্ট সঠিক পাওয়া গিয়েছে ৷ এয়ারবোর্ন থার্মাল স্ক্রিনিংয়ের রেজাল্ট রিয়াল টাইমে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের টিমকে পাঠানো যাবে ৷ ভিড়ের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে সবার থেকে আলাদা করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে ৷ এছাড়া ড্রোনের লাউড স্পিকারের মাধ্যমেও চিহ্নিত ব্যক্তিকে দাঁড়াতে বা ভিড় থেকে দূরে সরে যেতে বলা যাবে ৷