শুধু জাঁকজমকেই নয়, অনন্ত-রাধিকার বিয়ে অনন্য হয়ে উঠবে বৈচিত্রময় শিল্পকার্যের ছোঁয়াতেও। তাঁদের বিয়ে উপলক্ষে তৈরি হচ্ছে বিশেষ ধরনের বাঁধনি ওড়না। সেগুলি নিজের হাতে তৈরির দায়িত্ব কচ্ছ এবং লালপুরের মহিলা শিল্পীদের। পরম যত্নে, ভাবনার মাধুর্যে ওড়নার ক্যানভাসে রঙের খেলা। মহারাষ্ট্র এবং গুজরাটের সংস্কৃতি মিলেমিশে একাকার সেই শিল্পকার্যে। অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে তাঁদের কাজ। এ হেন স্বীকৃতিতে খুশি মহিলা শিল্পীরাও।
advertisement
বাঁধনি ওড়নাগুলি তৈরি করতে প্রাচীন শিল্প কৌশলগুলিকে অবলম্বন করা হয়েছে। অনন্ত-রাধিকার নতুন অধ্যায়কে আরও বর্ণিল করে তুলতে মনপ্রাণ ঢেলে কাজ করছেন শিল্পীরা। তাঁদের সঙ্গে দেখা করেছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি। শিল্পীদের সম্মান জানাতে একটি গোলাপি বাঁধনি শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। শিল্পীদের কাজ এবং দক্ষতার ভূয়সী প্রশংসাও করেন। তাঁর সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত শিল্পীরাও।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে অনন্য উদ্যোগ, দৃষ্টিহীনদের হাতে তৈরি মোমবাতি দিয়ে অতিথি বরণ
আরও পড়ুন: শিল্পীরা পাবেন যোগ্য পারিশ্রমিক, দেশের প্রথম ‘স্বদেশ’ স্টোর খুলল রিলায়েন্স রিটেল
গত ১৯ জানুয়ারি অনন্ত এবং রাধিকার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল গুজরাতি রীতি মেনে৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল করেছিলেন অনন্ত এবং রাধিকা৷ আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই এক হবে চার হাত।