TRENDING:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়ে! রাজকীয় ওড়নায় দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটাচ্ছেন মহিলা শিল্পীরা

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: শুধু জাঁকজমকেই নয়, অনন্ত-রাধিকার বিয়ে অনন্য হয়ে উঠবে বৈচিত্রময় শিল্পকার্যের ছোঁয়াতেও। তাঁদের বিয়ে উপলক্ষে তৈরি হচ্ছে বিশেষ ধরনের বাঁধনি ওড়না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই শুরু নতুন অধ্যায়। একসঙ্গে সংসার সাজাবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আপাতত তাঁরই প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই প্রাক-বিবাহ অনুষ্ঠানে মেতে উঠেছে দুই পরিবার। আগামী ১ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
advertisement

শুধু জাঁকজমকেই নয়, অনন্ত-রাধিকার বিয়ে অনন্য হয়ে উঠবে বৈচিত্রময় শিল্পকার্যের ছোঁয়াতেও। তাঁদের বিয়ে উপলক্ষে তৈরি হচ্ছে বিশেষ ধরনের বাঁধনি ওড়না। সেগুলি নিজের হাতে তৈরির দায়িত্ব কচ্ছ এবং লালপুরের মহিলা শিল্পীদের। পরম যত্নে, ভাবনার মাধুর্যে ওড়নার ক্যানভাসে রঙের খেলা। মহারাষ্ট্র এবং গুজরাটের সংস্কৃতি মিলেমিশে একাকার সেই শিল্পকার্যে। অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে তাঁদের কাজ। এ হেন স্বীকৃতিতে খুশি মহিলা শিল্পীরাও।

advertisement

বাঁধনি ওড়নাগুলি তৈরি করতে প্রাচীন শিল্প কৌশলগুলিকে অবলম্বন করা হয়েছে। অনন্ত-রাধিকার নতুন অধ্যায়কে আরও বর্ণিল করে তুলতে মনপ্রাণ ঢেলে কাজ করছেন শিল্পীরা। তাঁদের সঙ্গে দেখা করেছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি। শিল্পীদের সম্মান জানাতে একটি গোলাপি বাঁধনি শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। শিল্পীদের কাজ এবং দক্ষতার ভূয়সী প্রশংসাও করেন। তাঁর সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত শিল্পীরাও।

advertisement

আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে অনন্য উদ্যোগ, দৃষ্টিহীনদের হাতে তৈরি মোমবাতি দিয়ে অতিথি বরণ

আরও পড়ুন: শিল্পীরা পাবেন যোগ্য পারিশ্রমিক, দেশের প্রথম ‘স্বদেশ’ স্টোর খুলল রিলায়েন্স রিটেল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৯ জানুয়ারি অনন্ত এবং রাধিকার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল গুজরাতি রীতি মেনে৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল করেছিলেন অনন্ত এবং রাধিকা৷ আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই এক হবে চার হাত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়ে! রাজকীয় ওড়নায় দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটাচ্ছেন মহিলা শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল