আরও পড়ুন: দুই বিধায়কের শপথ নিয়ে কী করণীয়? বোসের উপর চাপ বাড়িয়ে ধনখড়কে ফোন বিমানের
তবে বর্ষা জম্মু-কাশ্মীরে পৌঁছে গেলেও এখনও বর্ষা ঢোকার অপেক্ষায় বাকি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। জুন মাসের মধ্যে বাকি অংশ ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর, লাদাখ, পঞ্জাবের কিছু জায়গায় ঢুকে পড়েছে বর্ষা।
advertisement
আগামী তিন-চার দিন ছত্তীসগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের বাকি অংশ এবং উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশে ঢুকবে মৌসুমী বায়ু। বর্ষা জম্মু এবং কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানার কিছু অংশেও ঢুকে পড়বে আগামী তিন চার দিনে।
সেই সঙ্গে পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এ ছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত। এই অক্ষরেখা রাজস্থান মধ্যপ্রদেশ ও ইউপির উপর দিয়ে রয়েছে। ঘূর্নাবর্ত রয়েছে বাংলাদেশ আসাম রাজস্থান ও গুজরাটের উপর।