ছত্তিশগড়ে মহানদীর উপর বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ কিন্তু এই বাঁধ তৈরি হলে ব্যাপক ক্ষতি হবে ওড়িশার এই দাবি জানিয়ে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধের ডাক দেয় কংগ্রেস ৷
সকাল হতেই বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধে নেমে পড়েন কংগ্রেস সমর্থকরা ৷ ফলে লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারত থেকে ওই রুটে আসা সমস্ত ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে ৷ ওড়িশা হয়ে হাওড়া স্টেশনের দিকে আসা ট্রেনগুলি দাঁড়িয়ে পড়েছে ভুবনেশ্বর, কটক-সহ নানা স্টেশনে ৷ ওড়িশার দিকে যাওয়ার ট্রেনগুলিও দাঁড়িয়ে রয়েছে হাওড়ায় ৷ এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ৷
advertisement
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়ার দিকে রওনা হওয়া ডাউন ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস ও ডাউন করমণ্ডল এক্সপ্রেস আটকে আছে মাঝপথে ৷ হাওড়া থেকে সকালে রওনা হওয়া ফলকনামা ও ধৌলি এক্সপ্রেসও আটকে পড়েছে এই বনধে ৷ নন্দনকানন এক্সপ্রেস, ত্রিবান্দ্রম-গুয়াহাটি ও নীলাচল এক্সপ্রেস ওড়িশায় মাঝপথে দাঁড়িয়ে আছে ৷ এছাড়া জল ও খাবারের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ৷ কোনওরকম অশান্তি এড়াতে স্টেশনে স্টেশনে মোতায়েন করা হয়েছে আরপিএফ ৷