TRENDING:

দূরপাল্লার সফরে মহিলা যাত্রীদের সুরক্ষায় দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ প্রকল্প 'My Saheli'

Last Updated:

মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবে আরপিএফ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রেল সফরে, সঙ্গী ‘সহেলি’। দূরপাল্লার ট্রেনে, মহিলা যাত্রীদের সুরক্ষায় দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ প্রকল্প । সফরের শুরু থেকে শেষ। মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবে আরপিএফ।
advertisement

ছিনতাই। কটূক্তি। হেনস্থা। দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময়ে মুশকিলে পড়েন অনেক মহিলা যাত্রী। এবার সফরে সুরক্ষা। মহিলা যাত্রীদের ভরসা দেবে রেলের নতুন  ‘MY SAHELI’। দূরপাল্লার প্রত্যেক ট্রেনের জন্যই MY SAHELI অ্যাপ ৷ মহিলা যাত্রীদের ফোন নম্বর নিয়ে তৈরি হবে ব্রডকাস্ট গ্রুপ ৷ ব্রডকাস্ট গ্রুপে মহিলার নাম ও ফোন নম্বর গোপন রাখা হবে ৷ গ্রুপের অ্যডমিন হবেন মহিলা আরপিএফ কনস্টেবল ৷ ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন মহিলা আরপিএফ কর্মীরা ৷ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হবে ৷

advertisement

মহিলা যাত্রীদের দেওয়া হবে একাধিক এমারজেন্সি নম্বর ৷ কর্তব্যরত আরপিএফ কর্মীদের ফোন নম্বরও দেওয়া হবে ৷ হঠাৎ প্রয়োজন বা সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে ‘মাই সহেলি’ প্রকল্প। পুরোদমে ট্রেন চালু হওয়ার পর, আরও বিশদে এই পরিষেবা পাবেন মহিলা যাত্রীরা। দূরপাল্লার ট্রেনে একা নয়। সফরে ভরসা যোগাবে সহেলির সহযোগিতা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দূরপাল্লার সফরে মহিলা যাত্রীদের সুরক্ষায় দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ প্রকল্প 'My Saheli'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল