ছিনতাই। কটূক্তি। হেনস্থা। দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময়ে মুশকিলে পড়েন অনেক মহিলা যাত্রী। এবার সফরে সুরক্ষা। মহিলা যাত্রীদের ভরসা দেবে রেলের নতুন ‘MY SAHELI’। দূরপাল্লার প্রত্যেক ট্রেনের জন্যই MY SAHELI অ্যাপ ৷ মহিলা যাত্রীদের ফোন নম্বর নিয়ে তৈরি হবে ব্রডকাস্ট গ্রুপ ৷ ব্রডকাস্ট গ্রুপে মহিলার নাম ও ফোন নম্বর গোপন রাখা হবে ৷ গ্রুপের অ্যডমিন হবেন মহিলা আরপিএফ কনস্টেবল ৷ ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন মহিলা আরপিএফ কর্মীরা ৷ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হবে ৷
advertisement
মহিলা যাত্রীদের দেওয়া হবে একাধিক এমারজেন্সি নম্বর ৷ কর্তব্যরত আরপিএফ কর্মীদের ফোন নম্বরও দেওয়া হবে ৷ হঠাৎ প্রয়োজন বা সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করতে পারবেন ৷
১৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে ‘মাই সহেলি’ প্রকল্প। পুরোদমে ট্রেন চালু হওয়ার পর, আরও বিশদে এই পরিষেবা পাবেন মহিলা যাত্রীরা। দূরপাল্লার ট্রেনে একা নয়। সফরে ভরসা যোগাবে সহেলির সহযোগিতা।