এ দিকে লোকসভা ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে আগামী লোকসভা নির্বাচনের ১৯৫টি আসনের প্রার্থী ঘোষণা করে দিল গেরুয়া শিবির৷ সেখানে স্পষ্ট করে দেওয়া হল, বারাণসী আসন থেকেই লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই আসন থেকেই তিনি লড়ে আসছেন, এ বারেও সেই আসনেই লড়ছেন৷ পাশাপাশি, পশ্চিবঙ্গের মোট ২০টি আসনের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷
advertisement
যে রাজ্যগুলির আসন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ (৫১), পশ্চিমবঙ্গ (২০), মধ্যপ্রদেশ (২৪), গুজরাত (১৫), রাজস্থান (১৫), কেরল (১২), তেলঙ্গানা (৯), অসম (১১), ঝাড়খন্ড (১১), ছত্তিশগড় (১১), দিল্লি (৫), জম্মু ও কাশ্মীর (২), উত্তরাখণ্ড (৩), অরুণাচল প্রদেশ (২), গোয়া (১), ত্রিপুরা (১), আন্দামান (১), দমন ও দিউ (১)৷ এ ছাড়া লোকসভার অধক্ষ্যের নাম আছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম আছে৷ ২৮ জন মহিলা আছে৷ ৪৭ যুব প্রার্থী৷ এসসি ২৭ জন, এসটি ১৮, পিছিয়ে পড়া শ্রেণি ওবিসি ৫৭ জন৷ সব জাতি, বর্গ, সমাজকে এই তালিকায় রাখা হয়েছে৷
১৬ রাজ্য ও ১ কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১৯৫টি আসন নিশ্চিত হয়েছে৷ নরেন্দ্র মোদি বারাণসী থেকে লড়বেন৷ কেন্দ্রের ও রাজ্যের ৩৪ জন মন্ত্রীর নাম এখানে আছে৷ এ ছাড়াও, অরুণচাল প্রদেশের একটি আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু৷ অসমে ডিব্রুগড় আসন থেকে লড়ছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷