প্রধানমন্ত্রী লেখেন,‘‘শ্রীমতী, সোনিয়া গান্ধিজিকে জন্মদিনের শুভেচ্ছা। উনার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।’’
আরও পড়ুন: ‘ম্যাট্রিমনি সাইটেই…’ বিয়ের পাত্র খুঁজতে এ কী কাণ্ড! ৬ লক্ষ টাকা খোয়ালেন যুবতী
advertisement
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোনিয়া গান্ধি তাঁর জন্মদিন দুই সন্তানের সঙ্গে পালন করবেন। জানা গিয়েছে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রার রাজস্থানে সঙ্গে জন্মদিন কাটাবেন সোনিয়া। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে ইতিমধ্যেই রাজস্থানে রয়েছেন রাহুল। সেখানেই এসেছেন সোনিয়া এবং প্রিয়াঙ্কাও।
সূত্রের খবর অনুযায়ী, রন্থামবোর টাইগার রিজার্ভের একটি বিলাসবহুল রিসর্টে রয়েছেন সোনিয়া। শের বাগ হোটেল নামের এই রিসর্টেই জন্মদিন কাটাবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। সোনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ্ও।