শনিবার দুপুর ৩টে নাগাদ সোনভদ্র জেলার ওব্রা থানা এলাকার একটি পাহাড়ে পাথরের খাদানে আচমকা ধস নামে! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। উদ্ধারকার্য শুরু করে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ওবরার বিধায়ক ও মন্ত্রী সঞ্জীব সিং গন্ড এবং জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার-সহ শীর্ষ কর্মকর্তারা উদ্ধারকাজের তদারকি করছেন। স্থানীয়রা জানান, যখন ধস নামে, তখন সেই খাদানে অন্তত ১০ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাটি ঘটার সময় কমপক্ষে ১০ জন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন।
advertisement
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভিতরে আটকে থাকা শ্রমিকেরা কী অবস্থায় রয়েছেন তা-ও এখনও বোঝা যাচ্ছে না। পার্শ্ববর্তী মির্জাপুর জেলা থেকে এসে পৌঁছেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ এবং এসডিআরএফ)-এর দল।
বারাণসীর এডিজিপি পীযূষ মরদিয়া জানান, ওবরা এলাকার বিল্লী মারকুণ্ডি খনিতে এই ঘটনাটি ঘটে। তিনি বলেন, “এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় পুলিশ ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। এনডিআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট নবীন শর্মা-সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা গত রাত থেকেই ঘটনাস্থলে উপস্থিত আছেন।” ওবরা থানায় কৃষ্ণা মাইনস নামে একটি সংস্থার বিরুদ্ধে অবহেলা এবং খনন নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
