TRENDING:

Sonam Raghuvanshi Update: সব গয়না নিয়ে হনিমুনে যান সোনম, সঙ্গে ছিল কত লক্ষ টাকা? বিস্ফোরক দাবি রাজার পরিবারের

Last Updated:

মেঘালয়ে নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়ির বউ সোনমের গ্রেফতারির পরই এবার চাঞ্চল্যকর দাবি করল মেঘালয় কাণ্ডে খুন হওয়া রাজা রঘুবংশীর পরিবার৷ তাঁদের দাবি, মেঘালয়ে হনিমুনে যাওয়ার সময় নিজের সমস্ত গয়না সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সোনম৷ শুধু তাই নয়, ব্যাঙ্ক থেকে ৯ লক্ষ টাকাও তুলে নিয়ে যান তিনি৷
বিয়ের পর রাজার সঙ্গে সোনম৷
বিয়ের পর রাজার সঙ্গে সোনম৷
advertisement

মেঘালয়ে নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরেই হনিমুনে গিয়ে স্বামীকে খুন করিয়েছেন সোনম৷

শুধু গয়না, লক্ষ লক্ষ টাকা নিয়ে হনিমুনে যাওয়া নয়, সোনমের আরও একটি কাজেও তাঁর উপরেই সন্দেহ বাড়ছে রাজার পরিবারের৷ কারণ মেঘালয় থেকে ফেরার কোনও টিকিট স্বামী রাজাকে করতে দেননি সোনম৷ রাজাকে খুনের পরিকল্পনা ছিল বলেই সোনম ফেরার টিকিট না কেটে শিলংয়ে বেশি দিন থাকার ছক কষেছিল কি না, সেই প্রশ্নই এখন রাজার পরিবারের সদস্যদের মনে ঘুরপাক খাচ্ছে৷

advertisement

শুধু তাই নয়, রাজার মা দাবি করেছেন, শিলংয়ে গিয়ে ফোনে কথা বললেও কোনও সময়ই ভিডিও কলে রাজি হননি পুত্রবধূ৷

আরও পড়ুন: ‘স্বামীকে খুন করিনি, আমি নির্দোষ!’ গ্রেফতারির পর পুলিশের জেরায় কী দাবি করলেন সোনম?

রবিবার গভীর রাতে উত্তর প্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফথার করা হয় সোনম রঘুবংশীকে৷ সোনম অবশ্য গ্রেফতারির পর নিজেকে নির্দোষ বলেই দাবি করেছে বলে পুলিশ সূত্রে খবর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

যদিও নিজের মেয়েকে নির্দোষ বলে দাবি করেছেন সোনমের বাবা দেবী সিং৷ প্রকৃত সত্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি৷ তবে রাজা রঘুবংশীর ভাই বিপিন জানিয়েছেন, একবার তাঁরা সোনমের মুখ থেকেই সবকিছু শুনতে চান৷

বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Raghuvanshi Update: সব গয়না নিয়ে হনিমুনে যান সোনম, সঙ্গে ছিল কত লক্ষ টাকা? বিস্ফোরক দাবি রাজার পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল