মেঘালয়ে নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরেই হনিমুনে গিয়ে স্বামীকে খুন করিয়েছেন সোনম৷
শুধু গয়না, লক্ষ লক্ষ টাকা নিয়ে হনিমুনে যাওয়া নয়, সোনমের আরও একটি কাজেও তাঁর উপরেই সন্দেহ বাড়ছে রাজার পরিবারের৷ কারণ মেঘালয় থেকে ফেরার কোনও টিকিট স্বামী রাজাকে করতে দেননি সোনম৷ রাজাকে খুনের পরিকল্পনা ছিল বলেই সোনম ফেরার টিকিট না কেটে শিলংয়ে বেশি দিন থাকার ছক কষেছিল কি না, সেই প্রশ্নই এখন রাজার পরিবারের সদস্যদের মনে ঘুরপাক খাচ্ছে৷
advertisement
শুধু তাই নয়, রাজার মা দাবি করেছেন, শিলংয়ে গিয়ে ফোনে কথা বললেও কোনও সময়ই ভিডিও কলে রাজি হননি পুত্রবধূ৷
আরও পড়ুন: ‘স্বামীকে খুন করিনি, আমি নির্দোষ!’ গ্রেফতারির পর পুলিশের জেরায় কী দাবি করলেন সোনম?
রবিবার গভীর রাতে উত্তর প্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফথার করা হয় সোনম রঘুবংশীকে৷ সোনম অবশ্য গ্রেফতারির পর নিজেকে নির্দোষ বলেই দাবি করেছে বলে পুলিশ সূত্রে খবর৷
যদিও নিজের মেয়েকে নির্দোষ বলে দাবি করেছেন সোনমের বাবা দেবী সিং৷ প্রকৃত সত্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি৷ তবে রাজা রঘুবংশীর ভাই বিপিন জানিয়েছেন, একবার তাঁরা সোনমের মুখ থেকেই সবকিছু শুনতে চান৷