গোপন সূত্রে খবর ছিল আর সেই অনুযায়ি গোপন অপারেশনের প্ল্যান বানিয়েছে৷ অপরাশেনকে বাস্তব রূপ দিতে সিনিয়র সেনা আধিকারিকদের বেছে নেওয়া হয়৷ পুলিশ কিছুদিন ধরেই ওঁদের ওপর নজর রাখছিল৷ এমন সময় খবর আসে স্থানীয় ফুটবল দলের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকবে এই দুই উগ্রপন্থী৷ আলোচি বাগ ফুটবল গ্রাউন্ডে তারা খেলা দেখতে এসেছিল৷
advertisement
প্রথমে নিশ্চিত করা হয়েছিল সাধারণ মানুষদের যেন কোনও ক্ষতি না হয় ,সেই ভাবেই অপারেশন প্ল্যান করা হয়েছিল৷ তাদের ঘিরে ধরে আত্মসমর্পণ করতে বলা হয়৷ কাশ্মীরের পুলিশ নিরীক্ষক বিজয় কুমার বলেছেন, ‘‘আমাদের এলাকায় ওদের উপস্থিতির খবর ছিল৷ সাদা পোশাকে আমরা এলাকায় তৎকাল পৌঁছে যায়৷ তারপর আতঙ্কবাদীদের উদ্দেশ্যে হুঙ্কার দেওয়া হয়৷ তারপর জঙ্গিরা তাদের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে৷ প্রত্যুত্তরে পুলিশকেও গুলি চালাতে শুরু করতে হয়৷ এদের মেরে সুরক্ষাদল বড় সাফল্য পেল৷ আব্বাস শেখের কথায় শাকিব একাধিক হত্যালীলা চালিয়েছে৷ যুবকদের ভুল পথে নিয়ে যেতে সিদ্ধহস্ত ছিল এরা৷
আব্বাস শেখ প্রথমে হিজবুল মুজাহিদিনের সঙ্গে ছিলেন৷ তারপর দু বছর আগে টিআরএফে যোগ দেয়৷ সুরক্ষা আধিকারিকরা জানিয়েছেন শেখ গত একবছরে প্রচুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী ছিল৷ সে গত বছর টিআরএফে যোগ দেয়৷ দ্রুত সে সংগঠনের ওপরের দিকে উঠতে শুরু করে৷ শোনা যায় শেখের ইশারায় সে উপত্যাকায় একের পর এক হত্যালীলা চালায়৷