TRENDING:

Snehasis Ganguly in Puri: পুরীর উত্তাল সমুদ্রে উল্টে গেল স্পিড বোট, স্ত্রী অর্পিতাকে নিয়ে বড় বিপদে সৌরভের দাদা স্নেহাশিস!

Last Updated:

ছুটি কাটাতেই সস্ত্রীক পুরী গিয়েছিলেন স্নেহাশিস৷ গত শনিবার পুরীর সমুদ্রে স্পিড বোটে চড়ে ঘুরতে গিয়েই বিপদে পড়েন গঙ্গোপাধ্যায় দম্পতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরীর সমুদ্রে স্পিড বোট উল্টে বড় বিপদ থেকে রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অর্পিতা৷ উত্তাল সমুদ্রে ঢেউয়ের দাপটে উল্টে গিয়ে জলে পড়ে যান স্নেহাশিস এবং তাঁর স্ত্রী৷ লাইফ জ্যাকেট থাকায় কোনওমতে ভেসে থাকেন তাঁরা৷ সমুদ্রের খুব বেশি গভীরে না হওয়ায় দ্রুত লাইফগার্ড এবং নুলিয়ারা গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা-বৌদি এবং স্পিড বোটে থাকা বাকি পর্যটকদের উদ্ধার করেন৷ কোনওমতে প্রাণে রক্ষা পেয়ে রীতিমতো বিপর্যস্ত স্নেহাশিস এবং তাঁর স্ত্রী অর্পিতা৷
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন লাইফগার্ডরা৷
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন লাইফগার্ডরা৷
advertisement

জানা গিয়েছে, ছুটি কাটাতেই সস্ত্রীক পুরী গিয়েছিলেন স্নেহাশিস৷ গত শনিবার পুরীর সমুদ্রে স্পিড বোটে চড়ে ঘুরতে গিয়েই বিপদে পড়েন গঙ্গোপাধ্যায় দম্পতি৷ দুর্ঘটনার ভিডিও-ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে৷

এনডিটিভি-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্পিতা অভিযোগ করেছেন, নির্দিষ্ট ধারণ ক্ষমতার থেকে কম সংখ্যক যাত্রী নিয়ে সমুদ্রে যেতে গিয়েই বিপদে পড়ে ওই স্পিড বোটটি৷ যাত্রী কম থাকায় ওজন হাল্কা হওয়ায় ঢেউয়ে ধাক্কায় বেসামাল হয়ে গিয়েই স্পিড বোটটি উল্টে যায়৷

advertisement

advertisement

অর্পিতা বলেন, সমুদ্র খুবই উত্তাল ছিল৷ স্পিড বোটে দশজন বসার ব্যবস্থা ছিল৷ কিন্তু মাত্র তিন-চারজন যাত্রী নিয়েই স্পিড বোটটি ছেড়ে দেয়৷ সমুদ্রে যাওয়ার জন্য ওটাই শেষ স্পিড বোট ছিল৷ আমরা যাত্রী কম থাকা নিয়ে আপত্তি করলেও স্পিড বোটের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছিলেন, কোনও অসুবিধা হবে না৷

advertisement

যদিও স্পিড বোটটি রওনা দিতে না দিতেই একটি বড়সড় ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়৷ আতঙ্কিত অর্পিতার কথায়, লাইফগার্ডরা দ্রুত উদ্ধার না করলে আমরা হয়তো বাঁচতাম না৷ আমি এখনও আতঙ্কের মধ্যে রয়েছি৷ আরও বেশি যাত্রী থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই দুর্ঘটনার পর এই ধরনের ঝুঁকিপূর্ণ ওয়াটার স্পোর্টস বন্ধ করার দাবি জানিয়েছেন অর্পিতা৷ তিনি বলেন, ‘পুরীর সমুদ্র যথেষ্ট উত্তাল থাকে৷ কলকাতায় ফিরেই এখানে ওয়াটার স্পোর্টস বন্ধের অনুরোধ জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং পুরীর পুলিশ সুপারকে চিঠি লিখব আমি৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Snehasis Ganguly in Puri: পুরীর উত্তাল সমুদ্রে উল্টে গেল স্পিড বোট, স্ত্রী অর্পিতাকে নিয়ে বড় বিপদে সৌরভের দাদা স্নেহাশিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল