TRENDING:

Snehasis Ganguly in Puri: পুরীর উত্তাল সমুদ্রে উল্টে গেল স্পিড বোট, স্ত্রী অর্পিতাকে নিয়ে বড় বিপদে সৌরভের দাদা স্নেহাশিস!

Last Updated:

ছুটি কাটাতেই সস্ত্রীক পুরী গিয়েছিলেন স্নেহাশিস৷ গত শনিবার পুরীর সমুদ্রে স্পিড বোটে চড়ে ঘুরতে গিয়েই বিপদে পড়েন গঙ্গোপাধ্যায় দম্পতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরীর সমুদ্রে স্পিড বোট উল্টে বড় বিপদ থেকে রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অর্পিতা৷ উত্তাল সমুদ্রে ঢেউয়ের দাপটে উল্টে গিয়ে জলে পড়ে যান স্নেহাশিস এবং তাঁর স্ত্রী৷ লাইফ জ্যাকেট থাকায় কোনওমতে ভেসে থাকেন তাঁরা৷ সমুদ্রের খুব বেশি গভীরে না হওয়ায় দ্রুত লাইফগার্ড এবং নুলিয়ারা গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা-বৌদি এবং স্পিড বোটে থাকা বাকি পর্যটকদের উদ্ধার করেন৷ কোনওমতে প্রাণে রক্ষা পেয়ে রীতিমতো বিপর্যস্ত স্নেহাশিস এবং তাঁর স্ত্রী অর্পিতা৷
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন লাইফগার্ডরা৷
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন লাইফগার্ডরা৷
advertisement

জানা গিয়েছে, ছুটি কাটাতেই সস্ত্রীক পুরী গিয়েছিলেন স্নেহাশিস৷ গত শনিবার পুরীর সমুদ্রে স্পিড বোটে চড়ে ঘুরতে গিয়েই বিপদে পড়েন গঙ্গোপাধ্যায় দম্পতি৷ দুর্ঘটনার ভিডিও-ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে৷

এনডিটিভি-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্পিতা অভিযোগ করেছেন, নির্দিষ্ট ধারণ ক্ষমতার থেকে কম সংখ্যক যাত্রী নিয়ে সমুদ্রে যেতে গিয়েই বিপদে পড়ে ওই স্পিড বোটটি৷ যাত্রী কম থাকায় ওজন হাল্কা হওয়ায় ঢেউয়ে ধাক্কায় বেসামাল হয়ে গিয়েই স্পিড বোটটি উল্টে যায়৷

advertisement

advertisement

অর্পিতা বলেন, সমুদ্র খুবই উত্তাল ছিল৷ স্পিড বোটে দশজন বসার ব্যবস্থা ছিল৷ কিন্তু মাত্র তিন-চারজন যাত্রী নিয়েই স্পিড বোটটি ছেড়ে দেয়৷ সমুদ্রে যাওয়ার জন্য ওটাই শেষ স্পিড বোট ছিল৷ আমরা যাত্রী কম থাকা নিয়ে আপত্তি করলেও স্পিড বোটের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছিলেন, কোনও অসুবিধা হবে না৷

advertisement

যদিও স্পিড বোটটি রওনা দিতে না দিতেই একটি বড়সড় ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়৷ আতঙ্কিত অর্পিতার কথায়, লাইফগার্ডরা দ্রুত উদ্ধার না করলে আমরা হয়তো বাঁচতাম না৷ আমি এখনও আতঙ্কের মধ্যে রয়েছি৷ আরও বেশি যাত্রী থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই দুর্ঘটনার পর এই ধরনের ঝুঁকিপূর্ণ ওয়াটার স্পোর্টস বন্ধ করার দাবি জানিয়েছেন অর্পিতা৷ তিনি বলেন, ‘পুরীর সমুদ্র যথেষ্ট উত্তাল থাকে৷ কলকাতায় ফিরেই এখানে ওয়াটার স্পোর্টস বন্ধের অনুরোধ জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং পুরীর পুলিশ সুপারকে চিঠি লিখব আমি৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Snehasis Ganguly in Puri: পুরীর উত্তাল সমুদ্রে উল্টে গেল স্পিড বোট, স্ত্রী অর্পিতাকে নিয়ে বড় বিপদে সৌরভের দাদা স্নেহাশিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল