TRENDING:

ধোঁয়াশায় ঢেকেছে তাজমহলও !

Last Updated:

পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম শাহজাহানের এই স্মৃতিসৌধকেও এখন দূর থেকে আর দেখা সম্ভব হচ্ছে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগ্রা:  বায়ুদূষণের ফাঁসে শুধু দিল্লি নয় ৷ রাজধানীর কাছাকাছি শহর আগ্রাও ৷ তীব্র ধোঁয়াশায় এখন প্রায় কিছুই দৃশ্যমান নয় তাজমহলের শহরে ৷ ফলে পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম শাহজাহানের এই স্মৃতিসৌধকেও এখন দূর থেকে আর দেখা সম্ভব হচ্ছে না ৷ মূল ফটক থেকেই তীব্র ধোঁয়াশায় আর দেখা যাচ্ছে না তাজমহলকে ৷
advertisement

ধোঁয়াশা সমস্যা এমনিতেই ছিল ৷ এর সঙ্গে আবার জুড়েছে মাঠে শুকনো ফসল জ্বালানোর বিষয়টাও ৷ এর থেকে ছড়ানো ধোঁয়ায় আরও সমস্যা বেড়েছে ৷ তাজমহলের পাশে জাহানারা ও রোশনারা মহল তো একেবারেই ঢেকে গিয়েছে স্মগে ৷ যা দেখে স্বভাবতই হতাশ পর্যটকরা ৷ যমুনা এক্সপ্রেসওয়েতেও দৃশ্যমানতা কমেছে ৷ ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল রাজধানীবাসীকে পরামর্শ দিয়েছেন, দরকারে বাড়িতে বসেই অফিসের কাজ করুন। স্কুল বন্ধ হলেও রাজধানীর নগরজীবন— পথঘাট, দোকানবাজার যে স্তব্ধ, এমন নয়। কিন্তু চেনা ছন্দ নেই কোথাও। ধোঁয়াশার জেরে ভরদুপুরেই নেমে এসেছে সন্ধে। দুর্ঘটনার আশঙ্কায় কিছুটা হাল্কা দিল্লির চেনা যানজটও। আর পথচারীদের মুখ ঢাকা মুখোশে। নানা নকশার মুখোশ ৯০ থেকে ২০০০ টাকায় বিকোচ্ছে দোকানে-দোকানে। গত এক সপ্তাহে বেড়েছে এয়ার-পিউরিফায়ারের বিক্রিও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ধোঁয়াশায় ঢেকেছে তাজমহলও !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল