রিচার অভিযোগ বিকাশের মৃত্যুর পর থেকে দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। সন্তানদের স্কুলের মাইনে দিতে পারছেন না। সংসার চলছে সঞ্চয় ভেঙে, গয়না বিক্রি করে। গঞ্জনা সইতে হচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে। এর সঙ্গে এসে জুড়েছে সরকারি আধিকারিকদের হেনস্থা। রিচা বলছেন, কেউ আমাদের অভিযোগে পাত্তা দিচ্ছে না। এক বছর হয়ে গেলেও স্বামীর ডেট সার্টিফিকেটটুকু পাইনি। আমি তাই যোগীজীর কাছে অনুরোধ করছি তিনি যাতে আমাদের স্বেচ্ছামৃত্যুর অধিকারটুকু দেন।
advertisement
উল্লেখ্য ২০২০ সালের জুলাই মাসে কানপুরের কাছে বিকারু গ্রামে বিকাশকে গ্রেফতার করতে গিয়ে ৮ পুলিশ কর্মী নিহত হন। উত্তরপ্রদেশের মাফিয়া জগতের অবিসংবাদিত অধিপতি বিকাশের নামে ৬০ টিরও বেশি অপরাধমূলক মামলা ছিল। এই ঘটনার সপ্তাহ খানেক পরেই উজ্জয়িনী মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় বিকাশকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে উত্তরপ্রদেশে ফেরানোর সময়ে এনকাউন্টারে বিকাশের মৃত্যু হয় বলে দাবি করে উত্তরপ্রদেশ পুলিশ।যদিও অনেকেই সেসসময় পরিকল্পনামাফিক খুনের অভিযোগ এনেছিলেন।