রেল পুলিশের থেকে খবর পেয়ে নৈহাটি এসে আটক যুবককে জেরা করেন আয়কর দফতরের আধিকারিকরা৷ নিয়ে আসা হয় টাকা গোনার মেশিনও৷
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে নৈহাটি স্টেশনে তল্লাশি চালাচ্ছিল নৈহাটি জিআরপি থানার পুলিশ৷ সেই সময় আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়৷ যে যুবক ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, তাঁর নাম অভিষেক সোনকার বলে জানা যায়৷
advertisement
আরও পড়ুন:'যদি চাকরিই না পাওয়া যায়...' টেট নিয়ে পর্ষদ সভাপতির বক্তব্যে 'বড়' দাবি দিলীপের!
২৪ বছর বয়সি ওই যুবক দাবি করে, তার বাড়ি উত্তর চব্বিশ পরগণারই টিটাগড়ে৷ এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল, তার সদুত্তর দিতে পারেনি ওই যুবক৷ দেখাতে পারেনি কোনও নথিও৷
এর পরেই ওই যুবককে আটক করে নৈহাটি জিআরপি থানার পুলিশ৷ খবর দেওয়া হয় আয়কর দফতরে৷ ওই যুবকের কাছ থেকে একটি দশ টাকা নোটের অর্ধেক অংশও উদ্ধার হয়েছে৷ পুলিশ কর্মীদের ধারণা, ওই ছেঁড়া দশ টাকার নোট আসলে টাকা লেনদেনের সংকেতের জন্য ব্যবহার করা হচ্ছিল৷ সম্ভবত যাকে টাকা দেওয়ার কথা ছিল, তার কাছে ওই দশ টাকার নোটের বাকি অংশটি রয়েছে৷
নৈহাটি জিআরপি থানার থানার থেকে খবর পেয়ে নৈহাটি স্টেশনে পৌঁছন আয়কর দফতরের কর্তারা৷ টাকা গোনার মেশিন নিয়ে এসেও নোট গোনা হয়৷ ওই যুবককে জেরাও করেন আয়কর দফতরের কর্তারা৷ যদিও রাত পর্যন্ত ওই যুবক মুখ খোলেননি বলেই খবর৷ রাতে আয়কর দফতরের বেরিয়ে গেলেও এ দিন ফের ওই যুবককে তাঁরা এসে জেরা করবেন বলেই খবর৷ ওই যুবক টিটাগড়ের বাসিন্দা কি না, তা নিয়েও সংশয় রয়েছে পুলিশের৷ যুবকের আসল পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে৷