সূত্রের খবর, ঘটনা প্রথম জানাজানি হয় ২ জানুয়ারি৷ ওইদিনই পুলিশে অভিযোগ জানায় শিশুর বাবা৷ শিশুর বাবার অভিযোগ বাড়ির ছাদে খেলছিল তার শিশুকন্যা৷ দুই অভিযুক্ত রাজু এবং বীর কাশ্যপ ওই বাড়িরই দুই ভাড়াটে৷ শিশুর বাবার অভিযোগ দুই অভিযুক্ত মিলে প্রথমে শিশুকে ধর্ষণ করে পরে তাকে খুনের চেষ্টায় ছাদ থেকে নীচে ফেলে দে৷
advertisement
শিশুর পরিবার জানিয়েছে, ছাদে খেলতে যাওয়ার কিছু পরেই শিশুকে নীচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়৷ নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ৭০(২) এবং ১০৩(১) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইনের ধারা ৫(m) এবং ৬-এর অধীনে একটি মামলা দায়ের করেছে।
মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য তিনটি দল গঠন করেন। পরে পুলিশ জানতে পারে যে অভিযুক্তরা একটি নির্মীয়মাণ কলোনিতে লুকিয়ে রয়েছে।
সিকান্দরাবাদ থানার একটি পুলিশ দল এলাকাটি ঘিরে ফেললে অভিযুক্তরা নাকি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালায়, এতে সংঘর্ষ চলাকালে রাজু ও বীরু কাশ্যাপের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় দু’জনকেই গ্রেফতার করা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে৷
