TRENDING:

'একদিকে যখন রাম মন্দির নির্মাণ চলছে, তখন সীতা জীবন্ত জ্বলছে,' উন্নাও নিয়ে সংসদে সরব অধীর

Last Updated:

হায়দরাবাদের ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের সামনে এসেছে আরও এক বীভৎস ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে৷ ধর্ষিতাকে পুড়িয় মারা চেষ্টা হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে উত্তাল আবহে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক ধর্ষিত মহিলাকে গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে৷ মহিলার শরীরে ৯০ শতাংশ পুড়ে গিয়েছে৷ এই ঘটনার প্রসঙ্গ তুলে সংসদে সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী৷
advertisement

উন্নাওয়ের ঘটনায় অধীরের কটাক্ষ, 'এক ধারে যখন রাম মন্দির গড়া হচ্ছে, তখন সীতাকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে৷' একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ করে অধীরের বক্তব্য, 'উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ দাবি করে সরকার৷ আসলে এটা অধর্ম প্রদেশ৷'

অধীরের বক্তব্যের মধ্যেই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়ে বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেন, 'দুর্ভাগ্যবশত ধর্ষণ, মহিলা খুন নিয়েও রাজনীতি হচ্ছে৷ বিরোধীরা তো মালদহের ঘটনা নিয়ে কিছু বলছেন না? মহিলার গায়ে আগুন দিয়ে দেওয়া নিন্দার ঠিকই, ধর্ষণ ও খুন নৃশংস, কিন্তু দয়া করে এই ইস্যু নিয়ে রাজনীতি করবেন না৷'

advertisement

হায়দরাবাদের ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের সামনে এসেছে আরও এক বীভৎস ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে৷ ধর্ষিতাকে পুড়িয় মারা চেষ্টা হল৷ খালি রাস্তায় একা পেয়েই মহিলার গায়ে ঢেলে দেওয়া হয় কেরোসিন৷ তারপর শরীরে ঠুকে দেওয়া হয় দেশলাই৷ দাউ দাউ করে জ্বলতে থাকে মহিলার শরীর৷ নিজের ধর্ষণের মামলার শুনাতিতে যাচ্ছিলেন তিনি৷ রায়বেরালিতে ছিল সেই মামলার শুনানি৷ যাওয়ার পথেই আক্রমণের মুখে পড়েন ধর্ষিতা৷

advertisement

ধর্ষণের শিকার আগেই হয়েছিলেন মহিলা৷ তারই শুনানি চলছিল আদালতে৷ ধর্ষকই ফের নির্যাতিতার ওপর এভাবে আক্রমণ চালায়৷ ধর্ষণের ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ জেলে কিছুদিন কাটানোর পর জামিনে মুক্ত হয় সে৷ সেই সুযোগে ধর্ষিতাকে মেরে ফেলার চেষ্টা করে সে৷ ধর্ষিতাকে নির্জনে পেয়েই তার গায়ে আগুন ধরিয়ে দেয় সে৷ ধর্ষণ করে শেষ হয়নি অত্যাচার৷ এবার ধর্ষিতাকে পুড়িয়ে মেরে মামলা খতম করতে চেয়েছিল অভিযুক্ত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিনিকেতনে শুরু 'পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব', বিশিষ্ট শিল্পীদের নাচ স্বচক্ষে দেখার সুযোগ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'একদিকে যখন রাম মন্দির নির্মাণ চলছে, তখন সীতা জীবন্ত জ্বলছে,' উন্নাও নিয়ে সংসদে সরব অধীর