সেই প্রসঙ্গেই নরেন্দ্র মোদিকে মঙ্গলবার একহাত নিলেন সীতারাম ইয়েচুরি ৷ নির্বাচনের আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ তুলে মোদি বলেন, ‘নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মোদি ৷ ৪০ বিধায়ক যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷ ভোট চলাকালীন এই দাবি করা যায় না ৷ তবে এটা তৃণমূল-বিজেপির ব্যাপার ৷ মোদি-মমতার যুগলবন্দি হয়েছে ৷ দু’জনে একই মুদ্রার এপিঠ-ওপিঠ ৷’
advertisement
তৃণমূলের গড়ে এসে নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি, আপনার পায়ের তলার জমি সরে গেছে। ২৩ তারিখ যখন চারিদিকে কমল ফুটবে তখন দিদি আপনার বিধায়করাও আপনাকে ছেড়ে চলে যাবেন। এখনই আপনার চল্লিশ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন’৷ খোদ মোদির বক্তব্যে প্রবল উত্তেজনা ছড়িয়েছে জোড়াফুলের অন্দরে ৷ দলীয় নেতৃত্বের দাবি, ভোটের মরসুমে দলের ঐক্য ভাঙতেই এমন জল্পনা ছড়াচ্ছেন মোদি ৷ অন্যদিকে, এমন বক্তব্যের বিরোধীতা করতে পাল্টা ‘সাংসদ কেনা-বেচার’ অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷