TRENDING:

ডিটেনশন ক্যাম্পের সেই ভয়াবহতা এখনও তাড়া করে, অভিজ্ঞতা জানালেন শিলচরের বাসিন্দা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলচর: এনআরসির নামে নিজভূমে পরবাসী। নামবিভ্রাটে প্রথমে জেল। তিনদিন পর বেল। তিন বছর আগে ডিটেনশন ক্যাম্পের সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনও তাড়া করে বেড়ায় শিলচরের সুচন্দ্রা রায়চৌধুরীকে।
advertisement

লালফিতের ফাঁসে হাঁসফাঁস। আস্থা হারানো অবস্থায় বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস! তিন বছর আগে এমনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন শিলচরের বড়খোলার বাসিন্দা সুচন্দ্রা রায়চৌধুরী। কী হয়েছিল?

নাগরিকত্বের প্রমাণ নেই। এই অভিযোগে তুলে নিয়ে গিয়েছিল অসমের পুলিশ। প্রথমে তিন দিন ডিটেনশন ক্যাম্পে। ডিটেনশন ক্যাম্প। নিজভূমেও যেন পরবাসী। আদালতে তিন মাস মামলা চলার পর নাগরিকত্ব ফিরে পাওয়া। কিন্তু, ততদিনে রিক্ত সুচন্দ্রা। ভেঙে গিয়েছে সব আশা-ভরসা। সেই আতঙ্ক তাজা তিন বছর বাদেও।

advertisement

গালভরা নাম ডিটেনশন ক্যাম্প। আসলে তা যেন জেলেরই একটি অংশ। আর সেখানে অন্যান্য বন্দিদের সঙ্গেই রাখা হয় ডি ভোটারদের।

শুধু সুচন্দ্রাই নয়, এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী অনেকেই।

বাংলা খবর/ খবর/দেশ/
ডিটেনশন ক্যাম্পের সেই ভয়াবহতা এখনও তাড়া করে, অভিজ্ঞতা জানালেন শিলচরের বাসিন্দা