TRENDING:

Shubhanshu Shukla: মহাকাশে শুভাংশু, ইতিহাস গড়ল ভারত! মহাকাশে শুভাংশু আসলে কী করবেন জানেন? শুনে গর্ব হবে...

Last Updated:

Shubhanshu Shukla Create New History: ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌছলেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌছলেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছলেন এবং এবং মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খ্যাতি অর্জন করলেন। এর আগে, ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন। চার দশক পর শুভাংশু শুক্লার এই যাত্রা ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।
News18
News18
advertisement

২০২৫ সালের ২৫ জুন, বৃহস্পতিবার বিকেল ৪টা ১ মিনিটে SpaceX-এর পরিচালিত Axiom Mission 4 (Ax-4) সফলভাবে ISS-এ পৌঁছে যায়। মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত NASA-র কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এই মিশনের মাধ্যমে SpaceX তাদের পঞ্চম এবং শেষ Crew Dragon ক্যাপসুল ‘Grace’-এর অভিষেক করে।

advertisement

Ax-4 মিশনে মোট চারজন মহাকাশচারী রয়েছেন। তাদের মধ্যে শুভাংশু শুক্লা মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। মিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন NASA মহাকাশচারী পেগি হুইটসন, যিনি বর্তমানে Axiom Space-এর মানব মহাকাশ কর্মসূচির পরিচালক। এছাড়া রয়েছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার পোল্যান্ডের স্লাভোস উজনান্সকি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু।

শুভাংশু শুক্লা বলেন, “কি দারুণ এক যাত্রা! এটি শুধু আমার নয়, ভারতের মানব মহাকাশ অভিযানেরও সূচনা।” ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO এই মিশনকে তাদের ২০২৭ সালে পরিকল্পিত গগনযান অভিযানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: হারের পর বড় সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার! দলে থেকে বাদ তারকা ক্রিকেটার! বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রায় ১৪ দিন ধরে Ax-4 দলটি ISS-এ অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা, জনসচেতনতামূলক কার্যক্রম ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক কাজ করবে। এই ঐতিহাসিক মিশন ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের সম্ভাবনাকে আরও জোরদার করল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Shubhanshu Shukla: মহাকাশে শুভাংশু, ইতিহাস গড়ল ভারত! মহাকাশে শুভাংশু আসলে কী করবেন জানেন? শুনে গর্ব হবে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল