ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বড় হামলা করার জন্য জঙ্গিরা পাথর খাদান থেকে প্রায় ৫০০ জিলেটিন স্টিক চুরি করেছিল ৷ এর পাশাপাশি অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম পাউডার আশপাশের দোকান থেকে অল্প অল্প পরিমাণে কেনা হয়েছিল যাতে তাদের উপর সন্দেহ না হয় ৷ এছাড়া আরডিএক্সের বার ছোট ছোট মাত্রায় পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷
advertisement
জিলেটিন স্টিক ৫ কিলো ও ১০ কিলো করে নিয়ে এসে এক জায়গায় করা হয় ৷ আধিকারিকরা জানিয়েছেন, অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ৭০ কিলোগ্রাম ও অ্যামোনিয়াম পাউডার স্থানীয় বাজার থেকে কেনা হয়েছিল ৷ ৩৫ কিলো আরডিএক্স পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷
তদন্তকারী দল আগেই জানিয়েছিল যে আত্মঘাতী এই হামলায় অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন ও আরডিএক্স ব্যবহার করা হয়েছিল ৷ কীভাবে বিস্ফোরক জোগাড় করা হয়েছিল এবং কে তার ডেলিভারি করেছিল সমস্ত তথ্য পেয়ে গিয়েছে তদন্তকারী দল ৷ আরডিএক্স অল্প পরিমাণে পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷ জানা গিয়েছে জইশ এর জঙ্গিরা লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ৷