TRENDING:

নৃশংস ! গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে গেল পুলিশ

Last Updated:

বিহারের বৈশালী জেলার এক পুলিশ অফিসার একটি মৃতদেহের সঙ্গে যা করলেন তা কেবল আশ্চর্যজনক নয়, অমানবিকও বটে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: পুলিশের এমন আচারণে সবাই বাকরুদ্ধ ৷ বিহারের বৈশালী জেলার এক পুলিশ অফিসার একটি মৃতদেহের সঙ্গে যা করলেন তা কেবল আশ্চর্যজনক নয়, অমানবিকও বটেও ৷ মৃতদেহের গলায় দড়ি বেঁধে তাকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা গেল পুলিশ অফিসারকে ৷
advertisement

জানা গিয়েছে, গঙ্গা থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহের গলায় দড়ি বেঁধে তাকে প্রায় ১ হাজার মাইল ওই ভাবে টেনে নিয়ে যায় পুলিশ ৷

সবচেয়ে দুঃখজনক বিষয়টি হল পুলিশের এই অমানবিক আচরণের বিরোধীতা করেনি কেউ ৷

পড়ুন

অভিযুক্তের স্বীকারোক্তির জন্য বিহার পুলিশের নৃশংস অত্যাচার

advertisement

এর আগেও অপরাধ স্বীকার করানোর জন্য বিহার পুলিশ কতটা নৃশংস হতে পারে তারই একটি ভিডিও সামনে এসেছিল ৷ ভিডিওতে বিহার পুলিশের বর্বরতার চেহারা দেখে চমকে যাবে সবাই ৷ অগাস্ট মাসের ২২ তারিখ তোলা তোলার অভিযোগ গুড্ডু সিং নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ গুড্ডু সিংহকে দোষ স্বীকার করানোর জন্য তার উপর এমন অকত্য অত্যাচার করে পুলিশ যে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ ঘটনাটি বিহারের সীতামারি এলাকার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রথমে তাকে বেধড়ক মারধর করে পুলিশ ৷ মারধর করা ছাড়াও তার গোপনাঙ্গে গরম চা ঢেলে দেয় পুলিশ ৷ এমনকি তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয় ৷ প্রচন্ড মারের কারণে তার চোয়ালের হার ভেঙে গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস ! গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে গেল পুলিশ