গতকাল অন্ধ্রপ্রদেশের দেবরাপল্লি এলাকায় একটি হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক শিশু সহ তিন জন৷ কিন্তু ক্ষয়ক্ষতির নিরিখে নয়, এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই শিউরে উঠতে হয়৷ যে ছবি দেখে স্পষ্ট, বেলাগাম গতিতে গাড়ি চালানোর মাশুল শুধু নিজেকে নয়, অন্যদেরও দিতে হয়৷
আরও পড়ুন: এসএসকেএমে কতজন প্রভাবশালী অভিযুক্ত ভর্তি, সুস্থ হতে কতদিন? রাজ্যের থেকে রিপোর্ট তলব হাইকোর্টের
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়ি হাইওয়ের দুটি আলাদা আলাদা লেন ধরে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছিল৷ এমনতি ওই দুটি গাড়ির সংঘর্ষে জড়ানোর কথাই নয়৷ কিন্তু তীব্র গতিতে আসা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে ডিভাইডার টপকে উল্টো দিকের রাস্তায় চলে আসে৷
এর ফলে উল্টো দিক থেকে আসা অন্য গাড়িটির সামনে চলে আসে নিয়ন্ত্রণ হারানো গাড়িটি৷ চোখের নিমেষে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা৷ সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে একটি গাড়ি থেকে একজন আরোহী রাস্তায় ছিটকে পড়েন৷
দুর্ঘটনা দেখে থেমে যায় রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য গাড়িগুলিও৷ এক বাইক আরোহী তো চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে রাস্তার উপরেই বসে পড়েন৷
একটি গাড়িতে সাত জন আরোহী ছিলেন, দ্বিতীয় গাড়িটিতে ছিলেন চার জন আরোহী৷ এঁদের মধ্যে মোট তিনজনের মৃত্যু হয়৷ বাকি আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ৷
