TRENDING:

Shiv Sena follows TMC in Goa: তৃণমূলকে দেখেই চোখ খুলল? পড়শি গোয়া দখলে ঝাঁপাচ্ছে শিবসেনাও

Last Updated:

নিজেদের শক্তিবৃদ্ধির দিনেই তৃণমূলের জন্য গোয়ার লড়াইটা আরও কঠিন করে দিল শিবসেনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এ দিনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা৷ গোয়া সংগঠন তৈরি করে আগামী বছর বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে মরিয়া তৃণমূল৷ সেই কারণেই গোয়ার দু' বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে দলে টেনে গোয়ায় নিজেদের শক্তি একধাক্কায় অনেকটা বাড়িয়ে নেওয়ার পথে এগিয়ে গিয়েছে ঘাসফুল শিবির৷

advertisement

আরও পড়ুন: গোয়ায় আমরা একাই লড়ব, এক চালে কয়েক গুণ শক্তি বাড়িয়ে হুংকার অভিষেকের

কিন্তু নিজেদের শক্তিবৃদ্ধির দিনেই তৃণমূলের জন্য গোয়ার লড়াইটা আরও কঠিন করে দিল শিবসেনা৷ মহারাষ্ট্রের দলটির তরফে তাঁদের নেতা সঞ্জয় রাউত এ দিন জানিয়েছেন, গোয়ার চল্লিশটি আসনের মধ্যে ২২টিতে লড়বে শিবসেনা৷ ক্ষমতা দখল করতে পারলে মহারাষ্ট্র মডেলেই গোয়াতেও সরকার পরিচালনা করবে তারা৷ সঞ্জয় রাউত আরও বলেন, তৃণমূল যদি কলকাতার দল হয়ে গোয়ায় লড়তে পারে, তাহলে শিবসেনা কেন পিছিয়ে থাকবে?

advertisement

এ দিন গোয়া পৌঁছে শিবসেনা সাংসদ বলেন, 'তৃণমূল যদি কলকাতা থেকে গোয়ায় নির্বাচনে লড়তে পারে,তাহলে তো মহারাষ্ট্র পাশের রাজ্য৷ মহারাষ্ট্রে আমরা কতটা ভাল ভাবে সরকার পরিচালনা করেছি, তা সবাই দেখেছেন৷'

শিবসেনা সাংসদ অবশ্য জানিয়েছেন, এখনও গোয়ার কোনও দলের তরফে জোট গঠনের প্রস্তাব তাঁরা পাননি৷ কিন্তু গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাই এবং গোয়ায় আরএসএস-এর প্রাক্তন প্রধান সুভাষ ভেলিঙকরের সঙ্গেও দেখা করার কথা সঞ্জয় রাউতের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

গোয়ায় ইতিমধ্যেই নিজেদের সংগঠন বৃদ্ধির কাজ জোরকদমে শুরু করে দিয়েছে আপ৷ গোয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে ঝাঁপিয়েছে তৃণমূলও৷ এবার গোয়ায় পৌঁছল শিবসেনাও৷ কংগ্রেস দুর্বল হওয়ার পর গোয়ায় বিরোধী পক্ষে যে শূন্যতা তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছে প্রতিটি দল৷ জাতীয় স্তরে যারা নিজেদের পরস্পরের বন্ধু বলেই দাবি করে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Shiv Sena follows TMC in Goa: তৃণমূলকে দেখেই চোখ খুলল? পড়শি গোয়া দখলে ঝাঁপাচ্ছে শিবসেনাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল