TRENDING:

বারাণসীকে স্মার্ট সিটি, শিনজোর সফরে চূড়ান্ত হতে পারে বুলেট ট্রেনও

Last Updated:

‘ভারত-জাপানের হাত ধরেই খুলতে হবে এশিয়ার নতুন সম্ভাবনার দরজা।’ তিনদিনের ভারত সফরে এসে এমনটাই মন্তব্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। রবিবার মোদি- অ্যাবে বৈঠকে দেড় হাজার কোটি ডলারের চুক্তি সাক্ষরিত হওয়ার সম্ভাবনা। ভারতে প্রথম বুলেট ট্রেনের বরাত চূড়ান্ত হলে তা আড়াই লক্ষ ডলার পর্যন্ত পৌঁছতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাণসী: ‘ভারত-জাপানের হাত ধরেই খুলতে হবে এশিয়ার নতুন সম্ভাবনার দরজা।’ তিনদিনের ভারত সফরে এসে এমনটাই মন্তব্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। রবিবার মোদি- অ্যাবে বৈঠকে দেড় হাজার কোটি ডলারের চুক্তি সাক্ষরিত হওয়ার সম্ভাবনা। ভারতে প্রথম বুলেট ট্রেনের বরাত চূড়ান্ত হলে তা আড়াই লক্ষ ডলার পর্যন্ত পৌঁছতে পারে। গত ৬ মাসে ভারতে লগ্নির পরিমাণ পাঁচ গুণ বাড়িয়েছে জাপান। পাঁচটি পরিকাঠামো প্রকল্পে ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে JAICA । দ্বি-পাক্ষিক সম্পর্কে নতুন এই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতেই নতুন করে ১২টি চুক্তিতে সই করতে চলেছে ভারত-জাপান।
advertisement

চুক্তি চূড়ান্ত হলে ২০২০ সালের মধ্যে ভারতে ছুটবে বুলেট ট্রেন। এমনটাই প্রতিশ্রুতি জাপানের প্রধানমন্ত্রীর। শনিবার পর্যন্ত বুলেট ট্রেনের খুঁটিনাটি স্থির করতে আলোচনা করেছে দুই দেশ। সূত্রের খবর, বুলেট ট্রেনের বরাতের লেটার অফ কনটেন্টও তৈরি। সবকিছু ঠিকঠাক চললে অ্যাবের সফরেই চূড়ান্ত হতে পারে ভারতে বুলেট ট্রেনের রূপরেখা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বারাণসী ও জয়পুরকে স্মার্টসিটি হিসাবে গড়ে তোলার দায়িত্ব জাপানের হাতে। শনিবার বারাণসীতে এব্যাপারে মউ সাক্ষরিত হয়। স্থির হয়েছে, জাপানের ঐতিহ্যশালী শহর কিরোর ধাঁচে গড়ে তোলা হবে বারাণসীকে। জয়পুরকে ঢেলে সাজানো হবে টোকিওর ধাঁচে। ২০২৫ সালের মধ্যে বারাণসীকে দূষণমুক্ত শহর হিসাবেও গড়ে তুলতে কাজ করবে জাপান।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বারাণসীকে স্মার্ট সিটি, শিনজোর সফরে চূড়ান্ত হতে পারে বুলেট ট্রেনও