গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের মধ্য়ে প্রবীণ এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। ঘটনার সময় তিনি মদ্য়প অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন: তিল তিল করে মাটির নীচে ঢুকে যাচ্ছে উত্তরাখণ্ডের এই মন্দির শহর, কিন্তু কেন?
advertisement
ঘটনার কথা প্রকাশ্য়ে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন শঙ্কর মিশ্র। ওয়েলস ফার্গো নামে মার্কিন যে সংস্থায় তিনি চাকরি করতেন, তারাও তাঁকে বহিষ্কার করে। শঙ্কর মিশ্রর নামে লুক আউট নোটিসও জারি করা হয়।
যদিও শঙ্কর মিশ্রের আইনজীবীর অভিযোগ, ঘটনার পর শঙ্কর মিশ্র ওই মহিলা যাত্রীকে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন। তার পরেও ওই মহিলা যাত্রী অভিযোগ দায়ের করায় তাঁর মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছেন শঙ্করের আইনজীবী। ঘটনাটি একপেশে ভাবে তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার কোনও প্রত্য়ক্ষদর্শীও কেন পাওয়া গেল না, সোশ্য়াল মিডিয়ায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন শঙ্কর মিশ্রর আইনজীবী ঈশানি শর্মা। তাঁর দাবি, যেহেতু তাঁর মক্কেল মদ্য়পান করে অসংলগ্ন এবং প্রায় অচেতন অবস্থায় ছিলেন, তাই ঠিক কী ঘটেছিল তিনিও সেটা মনে করতে পারছিলেন না।