ছত্তিশগড় হাইকোর্টের পর্যবেক্ষণ, 'যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। আর তাঁর স্ত্রীর বয়স ১৮ বছরের কম নয়। তাই এটিকে ধর্ষণ বলা চলে না। যেহেতু অভিযোগকারী ও অভিযুক্তের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক রয়েছে, তাই যদি স্বামী জোর করেও সঙ্গমে বাধ্য করেন, তাহলেও এটিকে ধর্ষণ বলা চলবে না।'
advertisement
গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল এই দম্পতির। শুরু থেকেই শ্বশুরবাড়ির লোকেরা নানারকম মানসিক অত্যাচার শুরু করেছিলেন। পণও চাইতে শুরু করেছিলেন তাঁরা। বিয়ের এক মাসের মাথায় দম্পতি মহাবালেশ্বরে বেড়াতে যান। জানুয়ারি মাসের ২ তারিখ ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে যৌন সঙ্গমে বাধ্য করেন স্বামী। মহিলার অভিযোগ, এর পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসকের কাছে যেতে হয়েছিল তাঁকে। চিকিৎসক জানিয়েছিলেন, তাঁর কোমরের নীচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। তারপরেই আদালতের দ্বারস্থ হন ওই মহিলার।
এই মামলার রায় দিতে গিয়েই এদিন আদালত জানিয়েছে, 'ওই ব্যক্তি যেহেতু অভিযোগকারিণীর স্বামী, তাই তিনি কোনও বেআইনি কাজ করেছেন তা বলা যাবে না।'