TRENDING:

অভিজাত মলের স্পা-এর আড়ালে ফাঁস মধুচক্র, উদ্ধার ১১ জন বালিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দিল্লির বুকে রমরমিয়ে চলছিল মধুচক্র! রোহিণী এলাকার একটি অভিজাত শপিং মলের স্পা-এর আড়ালে চলা মধুচক্র ফাঁস করল দিল্লির মহিলা কমিশন। পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার ওই শপিং মলের স্পা-য়ে হানা দেন কমিশনের আধিকারিকরা। ১১ জন বালিকাকে উদ্ধার করে পুলিশ। আটক বিভিন্ন আপত্তিকর দ্রব্যও! দায়ের হয়ছে এফআইআর, তবে মহিলা কমিশনের নোটিস অনুসারে ওই বালিকাদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
advertisement

গত ১৮ মে দিল্লির মহিলা কমিশনের হেল্পলাইন নম্বরে একটি ফোন আসে। সেখানে এক সাংবাদিক বলে নিজেকে দাবি করা এক ব্যক্তি ওই স্পা-এর আড়ালে মধুচক্রের ব্যাপারে কমিশনকে বিস্তারিত জানান।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ওই সাংবাদিক নিজে ক্রেতা সেজে গিয়েছিলেন ওই স্পা-তে। সেখানে গিয়ে কথোপকথন তিনি গোপনে রেকর্ড করেন। সেই গোপন কথোপকথনও তিনি পাঠিয়েছিলেন দিল্লির মহিলা কমিশনে। সেই কথোপকথনে দেখা যাচ্ছে, টাকার বিনিময়ে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপনের অফার দেওয়া হচ্ছে তাঁকে। এর পরই সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেওয়া হয় ওই শপিং মলের স্পা-তে। উদ্ধার হওয়া ১১ জন বালিকাকে প্রশান্ত বিহার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় ও তাঁদের বয়ান রেকর্ড করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অভিজাত মলের স্পা-এর আড়ালে ফাঁস মধুচক্র, উদ্ধার ১১ জন বালিকা