মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের শোকপ্রকাশ
ঘটনার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাঠুয়ার জোথ খাদ ও জুঠানা-সহ একাধিক জায়গায় ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী প্রশাসনকে অবিলম্বে ত্রাণ, উদ্ধার ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।
advertisement
‘হয়তো আমাকে আর…’ রাশিয়ার সঙ্গে আলোচনার পর ভারত নিয়ে নরম হলেন ট্রাম্প? মুকুব হতে পারে ৫০% শুল্ক?
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহও শোকপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন—
“কাঠুয়ার একাধিক এলাকায় বৃষ্টিজনিত ভূমিধসে প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক ঘটনা হৃদয়বিদারক। সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার ও ত্রাণকাজ চলছে। আমি জ্যেষ্ঠ সিভিল ও পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছি সমন্বয় রেখে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে।”
রেললাইন ও হাইওয়েতে ক্ষতি
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, মেঘফাটলের ফলে রেললাইন ও জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। তিনি এক্স-এ (X) পোস্ট করে লিখেছেন—
“জাংলোট এলাকায় মেঘফাটলের খবর পাওয়ার পর কাঠুয়ার এসএসপি শোভিত সাক্সেনার সঙ্গে কথা বলেছি। ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। রেললাইন, জাতীয় সড়ক ও কাঠুয়া থানারও ক্ষতি হয়েছে। বেসামরিক প্রশাসন, সেনা ও আধাসেনা দ্রুত কাজে নেমেছে। পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”