TRENDING:

Madhya Pradesh Viral Bridge: মাঝখানে ৯০ ডিগ্রির বাঁক, হাসির খোরাক মধ্যপ্রদেশের নতুন সেতু! সাসপেন্ড সাত ইঞ্জিনিয়ার

Last Updated:

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এই রেল ওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে৷ নিউ ভোপালের সঙ্গে মহামাই কা বাগ, পুষ্পা নগর, স্টেশন এলাকার যোগাযোগ সহজ করতেই এই সেতুটি তৈরি করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে নতুন সেতু৷ কিন্তু উদ্বোধনের আগেই মধ্যপ্রদেশের ভোপালের নবনির্মিত সেই রেল ওভার ব্রিজ নেট দুনিয়ায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে৷ কারণ নবনির্মিত এই সেতুর মাঝখানে রয়েছে একটি ৯০ ডিগ্রির বাঁক৷ কীভাবে এমন নকশা অনুমোদনের পর সেতু তৈরি হল, ইঞ্জিনিয়ারদের ভূমিকাই বা কী ছিল, সেই প্রশ্নই তুলেছিলেন নেট ব্যবহারকারীরা৷
মধ্যপ্রদেশের সেতুর সেই ৯০ ডিগ্রির বাঁক৷
মধ্যপ্রদেশের সেতুর সেই ৯০ ডিগ্রির বাঁক৷
advertisement

অবশেষে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার৷ এই ঘটনায় পূর্ত দফতরের দু জন চিফ ইঞ্জিনিয়ার সহ মোট সাত জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে৷ অবসরপ্রাপ্ত একজন সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, ওই সেতুর নির্মাণকারী এজেন্সি এবং ডিজাইন কনসালট্যান্টকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে৷ ত্রুটিপূর্ণ নকশা সারিয়ে ওই সেতুটি কীভাবে চালু করা যায়, তা ঠিক করতে একটি পরামর্শদাতা কমিটিও গঠন করা হয়েছে৷

advertisement

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এই রেল ওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে৷ নিউ ভোপালের সঙ্গে মহামাই কা বাগ, পুষ্পা নগর, স্টেশন এলাকার যোগাযোগ সহজ করতেই এই সেতুটি তৈরি করা হয়৷ এর ফলে প্রায় তিন লক্ষ মানুষ উপকৃত হবেন৷ কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরই সেতুর ত্রুটিপূর্ণ নকশার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ ৯০ ডিগ্রির এই বাঁক দিয়ে কীভাবে যানবাহন চলাচল করবে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে৷ সেতু নির্মাণের সময় কেন এই বিষয়টি কারও নজরে পড়ল না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

যদিও সেতু নির্মাণের ইঞ্জিনিয়ারদের যুক্তি ছিল, জমির অভাবেই বাধ্য হয়ে তাঁদের সেতুর এমন নকশা করতে হয়েছে৷ আর সামান্য জমি পেলেই যে সেতুর ওই বাঁক যথাযথ ভাবে নির্মাণ করা যেত, সেকথাও জানিয়েছিলেন ইঞ্জিনিয়াররা৷ ত্রুটি সারিয়ে কীভাবে সেতুর উদ্বোধন করা যায়, এখন সেই চেষ্টাই চলছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Viral Bridge: মাঝখানে ৯০ ডিগ্রির বাঁক, হাসির খোরাক মধ্যপ্রদেশের নতুন সেতু! সাসপেন্ড সাত ইঞ্জিনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল