TRENDING:

NF Railways: খসে পড়েছে সেবক-রংপো রেল প্রকল্পের টানেলের ছাদ! কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হল সংশয়

Last Updated:

NF Railways: পুরো রেলপথের মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ ৮৪ শতাংশই টানেল রয়েছে। সেই টানেল নির্মাণ করতে গিয়েই বারবার ঘটছে বিপত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, সেবক-রংপো রেল প্রকল্পের পাঁচ নম্বর টানেলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টানেলটির প্রায় তিনশো মিটার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে টানেলের ছাদ খসে পড়ার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে রেল প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সেবক-রংপো রেল টানেলের ছাদ খসে পড়ল (প্রতীকী ছবি)
সেবক-রংপো রেল টানেলের ছাদ খসে পড়ল (প্রতীকী ছবি)
advertisement

পুরো রেলপথের মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ ৮৪ শতাংশই টানেল রয়েছে। সেই টানেল নির্মাণ করতে গিয়েই বারবার ঘটছে বিপত্তি। এছাড়া বিভিন্ন জায়গায় যে পরিমাণ কাদামাটি স্তূপীকৃত আকারে জমা হয়ে রয়েছে তাতে কাজ দ্রুত গতিতে কবে শুরু করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন: হাতে মাত্র ১০ সেকেন্ড! পাখিদের ভিড় থেকে লুকিয়ে থাকা পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন কি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রকল্প নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, মেল্লির পর থেকে কাজ করা কার্যত শ্লথ হয়ে পড়েছে। ইতিমধ্যেই জানানো হয়েছে রেল দফতরকে কাজের অবস্থা নিয়ে। তবে একপ্রকার নিশ্চিত যে প্রকল্পের কাজ সময়ে শেষ করা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ফলে প্রকল্পের কাজ শেষ করার ডেটলাইন ফের পিছিয়ে যেতে চলেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
NF Railways: খসে পড়েছে সেবক-রংপো রেল প্রকল্পের টানেলের ছাদ! কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হল সংশয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল