২০১৫ সালের ডিসেম্বর মাসে পাটিয়ালা আদালতে কয়েক মিনিটের ন্যাশনাল হেরাল্ড মামলার জামিন পেয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁদের সঙ্গেই ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেয়েছেন অন্য তিন কংগ্রেস নেতাও৷
ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় বেনামে অর্থ বিনিয়োগ করেছে গান্ধি পরিবার, এই অভিযোগ তুলে সোনিয়া-রাহুল সহ পাঁচ কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী ৷ সেই মামলার শুনানি হয়েছিল পাতিয়ালা কোর্টে ৷ 'নিয়ম মেনেই আদালতে হাজিরা দেব',সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ শুধু তাই নয়, কংগ্রেস সূত্রে খবর, আদালত হেফাজতের নির্দেশ দিলে, সেক্ষেত্রে জামিনের আবেদনও জানাবেন না তাঁরা। কয়েকটি সূত্রের দাবি, অস্কার ফার্নান্ডেজ, মোতিলাল ভোরা ও বাকি কংগ্রেস নেতারা জামিন চাইলেও সোনিয়া রাহুল তা করবেন না ৷ বরং মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার তত্ত্ব জোরালো করতে জেল যাত্রা করবেন তাঁরা ৷
advertisement
দিল্লি হাইকোর্টের এই শুনানির পর নিউজ১৮কে সুব্রক্ষণ্যম স্বামী জানান, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তে আমি খুশি ৷ আমি অনেকদিন থেকেই বলছি, ধোকা করা হচ্ছে পুরো ব্যাপারটায় ৷ অন্যদিকে বিজেপি নেতা নলিন কোহলি-র কথায়, এই সিদ্ধান্ত কংগ্রেস পরিবারের জন্য একটা বড় ধাক্কা ৷ কংগ্রেস পরিবার নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাবেন ৷ কিন্তু সত্যটা বের হতেই হবে ৷