১৬ এপ্রিল এসআইআই-এর ডিরেক্টার প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে পুনাওয়ালার নিরাপত্তার আবেদন জানিয়ে একটি চিঠি লেখেন। এরপরই আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। দেশের সবগুলি রাজ্যেই তিনি এই নিরাপত্তা পাবেন। চিঠিতে প্রকাশ কুমার সিং জানান, কোভিশিল্ড-এর যোগান নিয়ে লাগাতার পুনাওয়ালার কাছে হুমকি আসছে। দেশের সবগুলি রাজ্যেই এই নিরাপত্তা পাবেন আদর পুনাওয়ালা।
advertisement
বুধবার বিকেলেই রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দাম কমানোর কথা ঘোষণা করেন পুনাওয়ালা। ৪০০ টাকার বদলে এখন থেকে কোভিশিল্ড মিলবে প্রতি ডোজ ৩০০ টাকায়। পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় জানান, জনসেবার স্বার্থেই সেরামের তরফে তিনি টিকার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফ বা অন্য কেন্দ্রীয় আধাসেনার ১১ জন নিরাপত্তা কর্মী। তাঁদের মধ্যে এক বা দু’জন কমান্ডো।