পয়লা মে থেকে দেশজুড়ে ১৮ বছরের বেশি বয়সী সবাইতে টিকা দেওয়া হবে। এরই মধ্যে সিরাম-এর তরফে জানানো হয়েছে, ভ্যাকসিনের দাম নিয়ে ভারতের বাজার ও আন্তর্জাতিক স্তরে যে তুলনা হচ্ছে তা অর্থহীন। সিরামের দাবি, কোভিশিল্ড এখনও পর্যন্ত খোলা বাজারে বিক্রি হওয়া সব থেকে সস্তা ভ্যাকসিন। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সীমিত সংখ্যায় ভ্যাকসিন বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকা করে দেওয়া হবে। কোভিডের মতো প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধে ব্যবহৃত ভ্যাকসিন হিসাবে কোভিশিল্ডের দাম তুলনামূলক কম। প্রথম থেকেই টিকার দাম খুব কম রাখা হয়েছিল। কারণ এই ভ্যাকসিনের উত্পাদনের জন্য অনেক দেশ অ্যাডভান্স ফান্ডিং করেছিল।
advertisement
সিরাম-এর সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, পাঁচ দশক ধরে ভ্যাকসিন উত্পাদন করছে তাঁর সংস্থা। কখনওই টিকার দাম মাত্রাতিরিক্ত রাখা হয়নি। আন্তর্জাতিক ও ভারতীয় বাজারের নিরিখে কোভিশিল্ডের দামের তুলনা ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। শুরু থেকেই এই ভ্যাকসিনের দাম নুন্যতম রাখা হয়েছিল বলে দাবি করেছেন আদার পুনাওয়ালা। তিনি জানিয়েচেন, প্রতিরক্ষা কর্মসূচি হিসাবে ভ্যাকসিন উত্পাদন শুরু হয়েছিল। তাই শুরু থেকেই ভ্যাকসিনের দাম কম ছিল।