সোমবার ২০ হাজার কোটি টাকার সেচ-দুর্নীতি মামলা থেকে এনসিপি নেতাকে মুক্তি দিল মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা। মসনদে বসে দেবেন্দ্র ফড়নবীশই সেচ-দুর্নীতিতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। যেখানে মূল অভিযুক্ত ছিলেন প্রাক্তন সেচমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ার। সেই ফড়নবীশের আমলেই দুর্নীতি মামলা থেকে ক্লিনচিট পেলেন তাঁর নতুন ডেপুটি অজিত।
দুর্নীতি‘মুক্ত’ উপমুখ্যমন্ত্রী অজিত
advertisement
- ২০১২ সালে প্রথম প্রকাশ্যে আসে মহারাষ্ট্রের সেচ দুর্নীতির বিষয়টি
- ২০১৪ সালে ক্ষমতায় এসে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ
- ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেচমন্ত্রী ছিলেন অজিত পওয়ার
- ২০০৯ সালে তিনি আইন বদলে ৩৮টি সেচ প্রকল্পের অনুমোদন দেন বলে অভিযোগ ওঠে
- প্রকল্পগুলির জন্য বিদর্ভ সেচ উন্নয়ন কর্পোরেশনের ছাড়পত্র নেওয়া হয়নি বলেও অভিযোগ ছিল অজিতের বিরুদ্ধে
কথা ছিল বিজেপিকে ঠেকাতে মহারাষ্ট্রে একজোট হয়ে সরকার গড়বে শিবসেনা-এনসিপি-কংগ্রেস। কিন্তু শনিবারের সকালে সব অঙ্ক উলটে দেন এনসিপি নেতা অজিত পওয়ার। ফড়নবীশের সঙ্গে রাজভবনে গিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন।