ইতিমধ্যে আরও এক গুঞ্জন গুঞ্জরিত সীমাকে ঘিরে। শোনা যাচ্ছে, সীমা নাকি পঞ্চম বারের জন্য অন্তঃসত্ত্বা। এদিকে তাঁদের দিন কাটছে চরম অনটনের মধ্যে। শোনা যাচ্ছে এরকম কথাও। সচিন এবং সীমার দাবি অনুযায়ী, তাঁদের প্রথম পরিচয় অনলাইনে পাবজি খেলতে গিয়ে। কয়েক মাস আগে তাঁদের প্রথম সাক্ষাত নেপালে। সেখানেই তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে নেপাল হয়ে অবৈধ পথে উত্তর ভারতে প্রবেশ করেন সীমা। নেপালে অন্য পরিচয়ে কিছু দিন তাঁরা এক হোটেলে ছিলেন বলেও তদন্তে প্রকাশ।
advertisement
এখন গুঞ্জন, সীমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সচিনের গ্রাম রবুপুরায় চর্চা, তাঁর গর্ভস্থ শিশু সচিনের। প্রসঙ্গত ইতিমধ্যেই তিন মেয়ে ও এক ছেলের মা সীমা। তাদের হাত ধরেই তিনি পাকিস্তান থেকে ভারতে এসেছেন। এই চার সন্তানের বাবা সীমার প্রথম পক্ষের স্বামী গুলাম হায়দরের।
গুলামের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে দাবি সীমার। যদিও ভিডিও বার্তায় গুলাম আর্জি জানিয়েছেন তাঁর স্ত্রী ও সন্তানদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়ার।
